সিঙ্গুর: বিজেপির কিসান মোর্চার (singur bjp protest) ডাকে ধরনা-অবস্থানের কর্মসূচি শেষ হল বৃহস্পতিবার। এদিন সভা শেষে কৃষক প্রীতি দেখাতে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব কৃষকদের সঙ্গে খিচুড়ি খান।সিঙ্গুরের (singur kisan morcha) দুর্গাপুর এক্সপ্রেসওয়ে লাগোয়া গোপালনগর এলাকায় ধরনা হয়। সভার অনুমতি ও মঞ্চ বাঁধার কাজ নিয়ে পুলিসের সঙ্গে জটিলতা তৈরি হলেও পরে পুলিস অনুমতি দেয়।
আজ শেষদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সিঙ্গুরের কিসান ধরনার সার্থকতা হল, পরশুদিন এই সরকারটা গোয়ার সিবিচে ছিল। সি ফুড খাচ্ছিল। ক্রিসমাসের আসে গোয়ার সমুদ্র সৈকতে প্রমোদে আনন্দে ইত্যাদিতে ছিলেন। তাই ঘুম ভাঙেনি। হঠাৎ কাল ঘুম ভেঙেছে। আর কৃষি এলাকায় বিডিওরা মাইক হাঁকাচ্ছেন, পঞ্চায়েতগুলোতে ক্ষতিপূরণ ফর্ম বিলি চলছে।
আরও পড়ুন: SFI vs TMCP: উত্তরপাড়া কলেজে এসএফআই-তৃণমূল সংঘর্ষ
বিজেপির ধরনায় প্রথম দিনে যে ক’জন দর্শক-শ্রোতা ছিল, দ্বিতীয় দিনে তাও হয়নি৷ যে কারণে ফাঁকা চেয়ারের সামনে বক্তব্য পেশ করতে হয়েছে রাজ্য নেতৃত্বকে। ‘কৃষক বাঁচাও, কৃষি বাঁচাও’ ব্যানারে মঙ্গলবার থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে ধরনা শুরু করে বিজেপি।