ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব কিংবদন্তি অভিনেতা রাজ কাপুর একটি বিশেষ প্রজন্মের অভিনেতাদের অনুপ্রাণিত করেছিলেন। তাঁর উত্তরাধিকার প্রখ্যাত অভিনেতা ঋষি কাপুর এবং তাঁর ছেলে রণবীর কাপুর। যারা বলিউডে সফল ভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় ‘মেরা নাম জোকার’ অভিনেতা রাজ কাপুরের ৯৭ তম জন্মবার্ষিকী উদযাপন হলো।এই উপলক্ষে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু চলচ্চিত্র শিল্পে তার অমূল্য অবদানকে স্মরণ করতে ‘রাজ কাপুর:দ্যা মাস্টার অ্যাট ওয়ার্ক’ বইটি প্রকাশ করেন। বই প্রকাশ অনুষ্ঠানে রনধীর কাপুর,রণবীর কাপুর,রাজ কাপুরের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে রাজ কাপুর এর উপর একটি বায়োপিক তৈরি পরিকল্পনার কথা রনবির কাপুর উল্লেখ করেন। ৩৯বছরের অভিনেতা সম্প্রতি তার দাদু রাজ কাপুর এর উপর একটি বাড়ি তৈরি করতে আগ্রহী হওয়ার বিষয়ে বিস্তারিত জানান।তিনি জানিয়েছেন আমি তার জীবনের ওপর একটি বায়োপিকে তৈরি করতে খুব আগ্রহী। চলচ্চিত্র নির্মাতা রাহুল রাওয়াইলের লেখা বইটির কথা তিনি উল্লেখ করেন।চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরের জীবন এবং কাপুর পরিবারের আইকনিক আর কে স্টুডিওতে চলচ্চিত্রের শিক্ষক তথা লেখক রাহুলের লেখা এই বইটি।বইটি অভিনেতা ঋষি কাপুরকে উৎসর্গ করা হয়েছিল যিনি ক্যান্সারের সঙ্গে দু’বছর লড়াইয়ের পর২০২০ সালে মারা গিয়েছিলেন।রণবীর বলেন ‘বইটিতে কিংবদন্তি অভিনেতার অনেক আকর্ষণীয় জিনিস যা বাদ দেওয়া হয়েছে। রাহুল চাচার অনেক গল্প আছে যা তিনি বইয়ে রাখেননি।’রণবীরকে জিজ্ঞাসা করা হয় যে রাজ কাপুর বেঁচে থাকলে তিনি দাদুকে কি বলতেন? তার উত্তরে রণবীর বলেন ‘আমি তার সাথে জীবন সম্পর্কে আরো কথা বলতাম।’