কলকাতা: বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ (Durga Puja UNESCO Heritage List) তালিকায় উঠতেই তৃণমূল বিজেপি চাপানউতোর তুঙ্গে। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) প্রশ্ন, বাংলায় দুর্গাপুজো কি তৃণমূল কংগ্রেস শুরু করেছে? এর পাল্টা দিতে দেরি করেনি Durga Puja UNESCO Heritage List) তৃণমূল। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কটাক্ষ, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়!
বুধবার সন্ধেই ইউনেস্কো টুইট করে জানায়, বাংলা শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তাদের হেরিটেজ তালিকায় জায়গা করে নিয়েছে৷ ইউনেস্কো বলে, এটা কলকাতার আজ উৎসবের দিন৷ বাংলার দুর্গা পুজো উৎসবের যে মেজাজ, যে জৌলুস, যে সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে থাকে তা, বাকি বিশ্বের কাছে যা নজির৷ তাই ইউনেস্কো ভারতকে তাদের টুইটে অভিনন্দন জানিয়েছে৷ বাংলার কাছে তো বটেই, বাকি দেশের কাছেও যা অত্যন্ত গর্বের৷
সেই প্রসঙ্গে আজ দিলীপ বলেন, ‘তৃণমূল কি দুর্গাপুজো শুরু করেছে বাংলায়? এমন ভাব করছে যেন এয়ারপোর্ট ওরাই তৈরি করছে। স্বাধীনতা এনেছে। হাওড়ার ব্রিজ ওরা করেছে। যা ছিল ওটাকে নষ্ট করছে ওরা। বিসর্জনের জন্য কেন কোর্টে যেতে হয়? কত দুর্ভাগ্যের বিষয়। একটা বিশ্ববিখ্যাত ঐতিহ্য ওরা রাজনৈতিক স্বার্থে, ভোটের জন্য কলুষিত করছে। এটা আমাদের গৌরবের যে ইউনেস্কো থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তৃণমূল দেখুক যাতে পুজোর গরিমাটা বজায় থাকে।’
আরও পড়ুন: জাঁকিয়ে শীত পড়েছে শহরজুড়ে, ১৪ ডিগ্রিতেই ওঠানামা করছে তাপমাত্রা
দিলীপের পাল্টা ফিরহাদ বলেন, ‘দিলীপ ঘোষেরা এক সময় বলেছিল দুর্গাপুজো বন্ধ করে দেবে। বাংলার মানুষ বলেছিল, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এ রাজ্যে দুর্গাপুজো বৃদ্ধি পেয়েছে। ছোট-বড়-মাঝারি বিভিন্ন দুর্গাপুজো সংস্থাকে আর্থিক সহযোগিতা করেছেন মুখ্যমন্ত্রী। তাই ইউনেস্কো কলকাতা দুর্গাপুজোকে হেরিটেজ ঘোষণা করে সম্মান জানিয়েছে। এই সম্মান শহরবাসী তথা রাজ্যবাসীর সম্মান।’