হিলি : দীর্ঘদিন ধরে মাল খালাস না করার দরুণ বাংলাদেশে আটকে ৫০ টি পণ্য বোঝাই ভারতীয় লরি। ফলে বাড়ি ফিরতে পারছেন না লরির চালক ও খালাসিরা। তাঁদের টাকা পয়সাও ফুরিয়ে আসছে। অবিলম্বে পণ্যগুলি খালাসের দাবিতে বাংলাদেশের স্থলবন্দরে বিক্ষোভ দেখালেন ওই চালক ও খালাসিরা। বিক্ষোভের খবর জানাজানি হতেই দুদেশের এক্সপোর্টারদের মধ্যে আলোড়ন পড়ে। পরিস্থিতি সামাল দিতে আসরে নামে বাংলাদেশ হিলির স্থলবন্দর কর্তৃপক্ষ। যদিও বৃহস্পতিবার পর্যন্ত সমস্যার সমাধান হয়নি বলে হিলি স্থলবন্দর সূত্রের খবর।
হিলি ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সুজন ঘোষ বলেন, ‘বিষয়টি উদ্বেগজনক। লরিচালকদের বেশি টাকা নিয়ে যাওয়ার অনুমতি থাকে না। ফলে বেশি দিন বাংলাদেশে আটকে থাকায় তাঁদের নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আমরা বাংলাদেশের এজেন্টদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।’ হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন জানায়, বাংলাদেশের আইন না জেনে এভাবে ভারতীয় লরিচালকদের বিক্ষোভ দেখানো ঠিক নয়। তবে পরিস্থিতি তাঁদের বাধ্য করেছে বিক্ষোভের পথে যেতে। অ্যাসোসিয়েশনের এক করতে জানান, এদিন কিছু পণ্য খালাস করা হয়েছে। হিলির পুলিশ ও প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে বলে দাবি করা হয়েছে। পুলিশ-প্রশাসনের কর্তারা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করছেন।
আরও পড়ুন : বাংলাদেশে করোনার গ্রাফ বাড়ায় উদ্বেগে প্রশাসন