মেদিনীপুর: বৃহস্পতিবার সাতসকালেই মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায় জাতীয় সড়কের পাশে লরিতে আগুন লেগে যায়। ঝুলে থাকা বিদ্যুতের তারে লরির ছাদ স্পর্শ হয়ে যাওয়ায় আগুন ধরে যায়। স্থানীয়দের সাহায্যে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে উদ্ধার করা হয় চালককে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলে আসে দমকলের ইঞ্জিন।
মেদিনীপুর শহর সংলগ্ন ধর্ম এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে ইমারতি সামগ্রী নামিয়ে একটি লরি পাশ কাটাচ্ছিল। লরি চালকের অসাবধানতায় ঝুলে থাকা উচ্চপরিবাহী বিদ্যুতের তার গাড়ির ছাদে লেগে যায়। সঙ্গে সঙ্গে লরির তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যায়। বিদ্যুৎপৃষ্ট হন লরি চালক।
স্থানীয়রা দূর থেকে দেখতে পেয়ে ছুটে এসে কোনওভাবে লাইন বন্ধ করেন। উদ্ধার করা হয় লরি চালককে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই চালককে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
আরও পড়ুন- বসিরহাটে বাইকের চাকায় রুপো ভরে পাচারের চেষ্টা