বসিরহাট: ফের একবার পাচারের চেষ্টা রুখে দিল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্তের ঘটনা। বৃহস্পতিবার ভোররাতে সীমান্তে টহল দেওয়ার সময় সীমান্তের দিকে যাওয়া এক বাইক আরোহীকে সন্দেহের বশে জিজ্ঞাসাবাদের জন্যহ আটক করে বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা।
কথায় অসঙ্গতি পাওয়ায় তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ বিএসএফের। ওই বাইক আরোহীর বাইকের চাকা থেকে উদ্ধার হল ১০ কিলো ৯৫০ গ্রাম রুপোর বল। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, যার বাজারদর ৫ লক্ষ ১৯ হাজার ২৫২ টাকা। এগুলি এদেশ থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক অনুমান বিএসএফের।
ধৃতের নাম মোজাফ্ফর দফাদার, বাড়ি পার্শ্ববর্তী দহরকন্দা গ্রামে। উদ্ধার হওয়া রুপোর গয়না ও বাইক তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে ওই পাচারকারীকে স্বরূপনগর থানার পুলিসের হাতে তুলে দিয়েছে বিএসএফ। ধৃত পাচারকারীকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হচ্ছে।
আরও পড়ুন- বাংলাদেশের বেনাপোলে ভারতীয় ট্রাক চালককে মেরেধরে ছিনতাইয়ের অভিযোগ