ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) প্রথম দিনেই প্রভাব পড়ল জেলায় জেলায়। সকাল থেকেই দুর্ভোগের শিকার হন গ্রাহকরা।
দেশজুড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের ডাকা দুদিনের ধর্মঘটের প্রথম দিন ব্যাপক প্রভাব পড়ল বাঁকুড়া জেলায়। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পাশাপাশি জেলার বেসরকারি ব্যাঙ্কগুলির দরজাও বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সমস্ত এটিএম কাউন্টারও। সকাল থেকে বাঁকুড়া স্টেট ব্যাঙ্কের শাখার সামনে ধর্মঘটীরা বিক্ষোভ-অবস্থান শুরু করেছেন। এই ধর্মঘটের জেরে এদিন ব্যাঙ্কিং পরিষেবা পুরোপুরি বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন বহু সাধারণ গ্রাহক। ধর্মঘটীদের দাবি, অবিলম্বে কেন্দ্র ব্যাঙ্ক বেসরকারিকরণের বিল পেশের সিদ্ধান্ত থেকে সরে না-এলে দেশজুড়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার সারা ভারতের মতো ব্যাঙ্ক ধর্মঘটের প্রভাব পড়েছে জলপাইগুড়ি শহরেও। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের আওতায় নটি ইউনিয়ন একত্রিত হয়ে এদিন বিভিন্ন ব্যাঙ্কের সামনে প্রতিবাদ জানায়। চলে স্লোগান।
সর্বভারতীয় ব্যাঙ্ক ধর্মঘটের প্রভাব পড়েছে জলপাইগুড়িতে
আরও পড়ুন : Bank Strike: বেসরকারিকরণের প্রতিবাদে বৃহস্পতি-শুক্র ব্যাঙ্ক ধর্মঘট
দক্ষিণ দিনাজপুর জেলাজুড়েও ব্যাঙ্ককর্মীরা ধর্মঘটে শামিল হয়েছেন। বৃহস্পতিবার বালুরঘাট শহরের বালুরঘাট স্টেট ব্যাঙ্কের সামনে কর্মীরা জমায়েত করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এই বিক্ষোভ কর্মসূচিতে শহরের প্রতিটি ব্যাঙ্কের শাখার কর্মীরা অংশ নেন। ব্যাঙ্ককর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্র যতদিন না বেসরকারিকরণের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসবে, ততদিন তাঁদের এই আন্দোলন চলবে।
বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন বালুরঘাট স্টেট ব্যাঙ্কের কর্মীরা
অন্যদিকে, তমলুক শহরের ব্যাঙ্ককর্মীরা রেলওয়ে ব্রাঞ্চের সামনে থেকে হাসপাতাল মোড় হয়ে টাউন পরিক্রমা করে মানিকতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন। ব্যাঙ্ক বেসরকারিকরণের ফলে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। তাই মিছিল থেকে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। ধর্মঘটের ফলে এদিন সকাল থেকেই ব্যাঙ্ক ও এটিএম পরিষেবা ব্যাহত হয়।