বর্ধমান: বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় (Firing at Katwa) প্রেমিককে লক্ষ্য করে গুলি চালাল প্রেমিকা। কাটোয়া শহরের এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন প্রেমিক। প্রেমিকাকে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিস। প্রেমিককেও তদন্তকারী আধিকারিকরা (Firing at Katwa) জিজ্ঞাসাবাদ করছেন। ওই নাবালিকা কোথা থেকে বন্দুকটি পেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ওই নাবালিকা তাঁর প্রেমিককে কাটোয়া সার্কাস ময়দানের একটি গলিতে ডেকে পাঠায়। তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয়। এরপর আচমকা প্রেমিককে লক্ষ্য করে গুলি চালায় প্রেমিকা। গুলি পেট ঘেঁষে বেরিয়ে যাওয়ায় প্রাণে বাঁচেন প্রেমিক। পুলিস দু’জনকেই থানায় নিয়ে আসে। কী কারণে ওই যুগলের মধ্যে ঝামেলা হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিস।
কাটোয়া কেশিয়া মাঠপাড়ার বাসিন্দা প্রেমিক রং মিস্ত্রি। বাগানপাড়ার বাসিন্দা নাবালিকার সঙ্গে কয়েক বছরের প্রেমের সম্পর্ক তাঁর। দুই পরিবারই সম্পর্কের কথা জানত। কর্মসূত্রে ঝাড়খণ্ডে চলে যায় নাবালিকা। সেখান থেকে ফেরার পরই যুগলের সম্পর্কের অবনতি হতে শুরু করে। নাবালিকাকে বিয়ে করতে চাইছিলেন না প্রেমিক। দিন দু’য়েক আগেই ঝাড়খণ্ড থেকে কাটোয়া ফিরে আসে নাবালিকা।
আরও পড়ুন: জাঁকিয়ে শীত পড়েছে শহরজুড়ে, ১৪ ডিগ্রিতেই ওঠানামা করছে তাপমাত্রা
আদালতে নাবালিকা
এরপর বুধবার রাতে প্রেমিককে ডেকে পাঠায় সে। প্রেমিকের অভিযোগ, বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ তাঁকে সার্কাস ময়দানের কাছে একটি গলিতে দেখা করতে বলা হয়। সেখানেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি প্রেমিকের জ্যাকেট ফুটো করে পেট ঘেঁষে বেরিয়ে যায়। অল্পের জন্য বেঁচে যান তিনি। নাবালিকাকে জেরা করে এই ঘটনা সম্পর্কে বিশদে জানার চেষ্টা চালাচ্ছে পুলিস।
রাতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর নাবালিকাকে বর্ধমান জুভেনাল কোর্টে নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র সহ আদালতে তোলা হয়। সূত্রের খবর, তাকে লিলুয়া হোমে রাখা হবে।
এই অস্ত্র থেকে গুলি চালানো হয়