কলকাতা: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীত পড়েছে শহরজুড়ে। গত কয়েকদিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রিতেই ওঠানামা করছে। সঙ্গে বইছে কনকনে উত্তরে হাওয়া। সকালে রয়েছে হালকা কুয়াশাও। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ।
বৃহস্পতিবার কলকাতায় মেঘমুক্ত পরিষ্কার থাকবে আকাশ। রাতে কমবে তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শক্তিশালী হতে শুরু করেছে উত্তুরে-পশ্চিমী বাতাস। ফলে কলকাতার সঙ্গে জেলার তাপমাত্রাও আরও নামবে। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া রাজ্যে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
সপ্তাহের শেষে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। এই ঝঞ্ঝা পূর্ব দিক দিয়ে বয়ে যাওয়ার পর আরও ঠান্ডা হাওয়া আসবে রাজ্যে। জাঁকিয়ে শীতে জবুথবু পরিস্থিতি তৈরি হতে পারে রাজ্যজুড়ে। কয়েক দিন সকালের দিকে কুয়াশা থাকবে রাজ্যের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গে ঘন কুয়াশা হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, আবহাওয়া এমন চললে খুব তাড়াতাড়িই তুষারপাত দেখা যেতে পারে সান্দাকফুতে।
আরও পড়ুন- Omicron: ওমিক্রনে আক্রান্ত মুর্শিদাবাদের ৭ বছরের শিশু, রাজ্যে প্রথম