খুকুর জন্মদিন সেলিব্রেট করলেন টলিউড-স্টার জিৎ। বুঝতে পারলেন না তো কী বলছি? মেয়ের জন্মদিন সেলিব্রেট করলেন জিৎ। আসলে দিন কতক পরেই মুক্তি পাবে জিতের প্রযোজনা সংস্থার ছবি ‘আয় খুকু আয়’, সেই ছবি মুক্তির আগেই নিজের খুকু নবন্যার জন্মদিনে মাতলেন টলিস্টার।
মেয়ের জন্মদিনের আনন্দের মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে নিতে ভোলেননি অভিনেতা। নবন্যার জন্মদিনে বেলুন দিয়ে সাজানো হয়েছিল ঘর। হ্যাপি বার্থ ডে লেখা সেই বেলুনের সাজের মাঝেই চলল জন্মদিনের সেলিব্রেশন। বাবা-মায়ের সঙ্গে মজা করেই কেক কাটল নবন্যা। তার পরনে ছিল পিচ রঙের গাউন। রেড ভেলভেট কেক কেটে মজা করে বাবা- মায়ের মুখে কেকের ক্রিমও মাখিয়ে দিল নবন্যা। অবশ্য একটা নয়, জন্মদিনে দুটো কেক কেটেছে জিত-কন্যা। দোতলা রেড ভেলভেট কেকের ঠিক পাশটিতেই ছিল সাদা ভ্যানিলা কেক।
জন্মদিনের সেলিব্রেশনে হাজির ছিল নবন্যার খুদে বন্ধুরাও। অভিভাবকের মতো পাশে থেকে মোমবাতি ধরিয়ে দিলেন জিত। গলা মিলিয়ে গাইলেন হ্যাপি বার্থ ডে টু ইউ।মেয়ের জন্মদিনে জিতের শেয়ার করা এই আনন্দের মুহূর্তই আপাতত সোশ্যাল সাইটে ভাইরাল। নবন্যার জন্মদিনের আনন্দে মেতেছেন জিতের ভক্তরাও।
View this post on Instagram