ভারতীয় চলচ্চিত্র জগতে দেখতে দেখতে ৩০ বছর পার করে দিলেন সুপারস্টার অজয় দেবগন। সম্প্রতি তিনি তাঁর স্যোশাল মিডিয়া নিজের ‘সিংহাম ৩’ এর প্রথম লুক প্রকাশ করলেন । পুলিশের পোশাক পরে বাজিরাও সিংহম এর ছবি প্রকাশ করে জানালেন এবার আসছে সিংহাসন ৩ । এই ছবি দেখে স্বভাবতই অজয়ের ফ্যানরা খুবই উচ্ছ্বসিত। তারা আবার অজয়ের অ্যাকশন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
প্রসঙ্গত অজয় এখন বৈচিত্রময় নানা চরিত্রে অভিনয় করছেন, ‘থ্যাংক গড’ নামে একটি ছবি করছেন, এই ছবিতে তাঁর সঙ্গে পর্দায় দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা ও রাকুল প্রিত। এছাড়াও একটি স্পোর্টস ড্রিমা করছেন ‘ময়দান ‘ ফুটবল নিয়ে তৈরি এই ছবিতে তিনি সৈয়দ আব্দুল রাশিদ এর চরিত্রে অভিনয় করছেন।
লকডাউনের কারনে এই ছবির কাজ বন্ধ ছিল তবে এখন এই ছবির শেষ ভাগের কাজ চলছে। এছাড়াও বেশকিছু ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন নায়ক অজয় দেবগন ।