কলকাতা টিভি ওয়েবডেস্ক: করোনার (Covid 19 virus) নতুন স্ট্রেন ওমিক্রন (Omicron in India) ক্রমশ উদ্বেগ (Omicron Booster Dose) বাড়াচ্ছে বিশ্বজুড়ে (Omicron in world)। ভারতেও রোজ কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন ওমিক্রনে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের চিন্তা ওমিক্রন ঠেকাতে কী করা যায়? কতটা বিপজ্জনক এই স্ট্রেনটি (Omicron booster Dose 2021)? তাই বিশেষজ্ঞ-গবেষকদের মত, চালু করা হোক ভ্যাকসিনের বুস্টার ডোজ। কিন্তু কতটা কার্যকর এই বুস্টার ডোজ (Booster Dose)?
এই বিষয়ে স্পষ্ট জানিয়েছে কেন্দ্রীয় সরকার। নীতি আয়োগের সদস্য ভি কে পালের মত, এখনই বুস্টার ডোজের প্রয়োজন নেই। এই নিয়ে সরকার এখনও কোনও পরিকল্পনাও করেনি। তবে নতুন কোনও ভ্যাকসিন তৈরির ভাবনায় রয়েছেন তাঁরা।
যে হারে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নীতি আয়োগ। প্রশ্ন তুলেছে ওমিক্রন মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে। বর্তমানে করোনার ভ্যাকসিনগুলিই বা কতটা কার্যকর?
আরও পড়ুন Omicron: ওমিক্রনে আক্রান্ত মুর্শিদাবাদের ৭ বছরের শিশু, রাজ্যে প্রথম
এ বিষয়ে আরও জানানো হয়, দেশে বুস্টার ডোজ নিয়ে এখনই কোনও সুপারিশ করা হয়নি। বর্তমানে কেন্দ্রীয় সরকারের লক্ষ্য দেশের সকলকে করোনার দু’টি ভ্যাকসিনের কোর্স সম্পূর্ণ করা। কারণ অনেকেই এখনও ভ্যাকসিনের দু’টি ডোজ পাননি। এমনকী শিশুদের জন্য করোনার কোনও ভ্যাকসিন বাজারে আসেনি। তাই সেদিকেই লক্ষ্য ভারতের।
আরও পড়ুন Omicron Test Kit: ওমিক্রন শনাক্ত হবে মাত্র ২ ঘণ্টায়, কলকাতাতেই এ বার টেস্টিং কিট
যদিও কলকাতা টিভি ডিজিটালকে আগেই একান্ত সাক্ষাৎকারে ভাইরোলজিস্ট যোগীরাজ রায় জানিয়েছিলেন যে, দেশে এখনই বুস্টার ডোজের প্রয়োজনীয়তা তিনি দেখছেন না। কেন্দ্রীয় সরকারের প্রথম লক্ষ্য হওয়া উচিত, দেশের সকলকে করোনার দু’টি ডোজ দেওয়া। তারপর বুস্টার ডোজের লক্ষ্যে এগনো। তাই একদিকে করোনা এবং অন্যদিকে ওমিক্রন নিয়ে আগামীতে কেন্দ্রীয় সরকার কী ভূমিকা গ্রহণ করে সেদিকেই লক্ষ্য বিশেষজ্ঞদের।