মঙ্গলকোট: নতুনহাটে বিস্ফোরণে উড়ে গেল গোটা দোকানটাই। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। বুধবার সকাল দশটা নাগাদ হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে নতুনহাট।
নতুনহাট বাইপাসে পেট্রোল পাম্পের পাশে একটি টায়ারের দোকানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের মাত্রা এতটাই ছিল দোকান ঘরটি ভেঙে যায়। দোকানে থাকা কর্মী আহত হন। পাশে পেট্রোল পাম্প থাকায় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। কেঁপে ওঠে নতুনহাট-সহ প্রদীমপুর গ্রাম। ঘটনাস্থলে পৌঁছেছে মঙ্গলকোট থানার পুলিশ।
আরও পড়ুন- রেশন তালিকায় ‘মৃত’, দরজার দরজায় ঘুরেও সুরাহা অধরা
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, টায়ারের দোকানে কম্প্রেসার মেশিন ফেটে যাওয়ায় এই বিস্ফোরণ ঘটে। দোকানের মালিকের নাম শেখ আব্বাস, তাঁর বাড়ি মঙ্গলকোটের প্রদীমপুর গ্রামে। এই ঘটনায় এলাকায় দারুন আতঙ্ক ছড়িয়েছে।