বলিউডের এক হেভিওয়েট ওয়েডিং শেষ না হতে হতেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে আর এক বলি অভিনেত্রীর ছাদনাতলায় যাওয়ার। বিশ্বস্ত সূত্রের খবর আগামী ২৭ জানুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বঙ্গ ললনা এই বলি-অভিনেত্রী মৌনি রায়। নিজের প্রেম নিয়ে বরাবরই নীরব ছিলেন মৌনি। কিছুদিন আগে বিশেষ বন্ধু সূরজ নাম্বিয়ারের পরিবারের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে মৌনি নিজেদের সম্পর্কে শিলমোহর দিয়েছেন। সূরাজ দুবাইয়ের ব্যাংকার। তাই মৌনি ভক্তদের অনেকেরই ধারণা তাঁরা বিয়ে সারবেন সেখানেই। মৌনির মা এবং ভাই ইতিমধ্যেই নাম্বিয়ার পরিবারের সঙ্গে পাকাকথা সেরে ফেলেছেন।মন্দিরা বেদির দেওয়া এক পার্টিতে এই হবু বর-বউয়ের আলাপ হয়েছিল। তবে বিয়ের ভেন্যু হিসেবে দুবাই ছাড়া ইতালির কথা শোনা যাচ্ছে। মামনি প্লাস এই সোশ্যাল মিডিয়ায় নিত্যনতুন ফটোশুটে ঝড় তোলেন।
তাপমাত্রার পারদ কমলেও মৌনির পোশাকের উষ্ণতা সব সময় নেটিজেনরা অনুভব করেন। কখনো বিকিনি তো কখনো ওয়েস্টার্ন ড্রেসে মৌনি মানেই উষ্ণতার হাতছানি। বলিউডের অন্যতম আকর্ষণীয় হিরোইন হিসেবে বঙ্গ তনয়া মৌনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আবার সুপার হট অবতারে মৌনিকে দেখে নেটিজেনরা মুগ্ধ। দুবাইয়ের বিখ্যাত এই উদ্যোগপতির সঙ্গে চার হাত এক হতে চলেছে মৌনির। বিয়ের কয়েকদিন আগে বিকিনি লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ‘নাগিন’ অভিনেত্রী। বিয়ে দুবাই কিংবা ইতালি যেখানেই হোক না কেন কোচবিহারের মেয়ে মৌনি নিজের শহরে এক রিসেপশনের অনুষ্ঠান করতে চান। মৌনির দূরসম্পর্কের এক ভাই সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন।