বহু চর্চিত ছবি ব্রহ্মাস্ত্র বহু দিন ধরে শ্যুটিং হলেও সেই ছবি নানা কারনে মুক্তি পায়নি। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রনবীর কাপুর ও আলিয়া ভাট। প্রসঙ্গত এই ছবিটি মুক্তি পেলে বেশকিছু বছর পর রনবীরের ছবি মুক্তি পাবে। বলিউডের অন্দরের খবর এই ছবির শ্যুটিংয়ের কাজ করতে গিয়েই বিশেষ বন্ধুত্ব হয় রনবীর ও আলিয়ার মধ্যে, যা এখন বিয়ের সম্পর্কের দিকে এগোচ্ছে।
করোনার ঠিক আগেই স্যোশাল মিডিয়ায় জানানো হয় এই ‘ব্রহ্মাস্ত্র ‘ ছবির মুক্তির কথা তবে করোনার প্রকোপে সেই পরিকল্পনা বাতিল করতে হয়। তবে এখন শোনা যাচ্ছে আগামী বছর সেপ্টেম্বরে এই ছবি মুক্তির কথা।
আগামী ১৫ ডিসেম্বর এই ছবির মোশন পোস্টার আসার কথা আর এই খবর স্বয়ং দিলেন ছবির মুখ্য অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি একটি ছোট্ট টিজার নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে বলেন আগামী ১৫ ডিসেম্বর আসছে মোশন পোস্টার। তবে তার আগে রইল একটু ঝলক। যেখানে এই ছবির আর এক প্রধান চরিত্র শিবার প্রথম লুক দেখা গেল। এই শিবার চরিত্রে অভিনয় করছেন রনবীর কাপুর। ব্রহ্মাস্ত্র নিয়ে দর্শকদের মধ্যে যে উন্মাদনা রয়েছে তা বলাই বাহুল্য।
View this post on Instagram