পানাজি : সমুদ্রনগরীতে বিজেপিকে রুখে দেওয়ার ডাক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata in Goa) । নেত্রীর কথায়, “গোয়ায় বিজেপির দাদাগিরি কোনও মতেই মেনে নেওয়া হবে না । আমরা এখানে জোট করেছি বলে বিজেপি (BJP) ভয় পেয়েছে ।” একই সঙ্গে, বিজেপি যে ভোট এলেই (AITC) ধর্মের তাস খেলে, সে-কথা বোঝাতে ভুললেন না তৃণমূল নেত্রী । বিজেপির কাছ থেকে ধর্মীয় উপদেশ (Mamata in Goa) যে তিনি শুনবেন না, সে কথা মনে করিয়ে মমতার হুশিয়ারি, “তৃণমূল ধর্ম নিয়ে ভেদাভেদ করে না । এটা বিজেপি করে । ধর্মের ভিত্তিতে ভোট চায় ।”
বাংলায় বিজেপির গতি রুখে দেওয়ার পর এবার তৃণমূলের চোখ ভিন রাজ্য । ত্রিপুরা-অসমের-মেঘালয়ের পাশাপাশি গোয়াতেও সংগঠন মজবুত করার কাজ শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়রা । আগামী বছর গোয়ায় বিধানসভা নির্বাচন । তার আগে এই নিয়ে এটা মমতার দ্বিতীয় বার গোয়া সফর । স্বাভাবিক ভাবেই নেত্রী আক্রমণ করলেন বিজেপিকে । ধর্ম-পর্যটনের পাশাপাশি আজ নেত্রী বুঝিয়ে দিলেন কোনও বহিরাগত নন, গোয়ার শাসনভার থাকবে গোয়ার মানুষের হাতেই । বাংলার ভোটে তৃণমূলের অন্যতম ইস্যু ছিল বহিরাগত । এবার গোয়ায় তৃণমূল যাওয়ার পরই বিজেপি সেই বহিরাগত তত্ত্বকেই হাতিয়ার করেছে । এই প্রসঙ্গেই আজ তৃণমূল নেত্রী বুঝিয়ে দিলেন, কাদের হাতে থাকবে গোয়া শাসনের দায়িত্ব ।
বাংলার প্রসঙ্গ টেনে তৃণমূল নেত্রীর কটাক্ষ, “তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে একাধিক উন্নয়ন মূলক কাজ হয়েছে । কিন্তু, ক্রমেই পিছিয়ে পড়েছে গোয়া । এ রাজ্যে পর্যটন শিল্পকে উন্নত করার জন্য সরকার কোনও পদক্ষেপই করেনি । শুধু দাদাগিরি করে চলেছে । গোয়ার মৎস্যজীবীদের জন্য রাজ্যের সরকার কোনও পদক্ষেপ করা হয়নি বলেও অভিযোগ করেন তৃণমূল নেত্রী । বাংলায় বিনামূল্যে রেশন, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী প্রকল্পের কথাও এ দিন তুলে ধরেন মমতা ।”
Today is a very special day for the entire Goa Trinamool Congress family!
We have always been committed in our goals towards serving the people of Goa in the best possible way and now, with this newly formed alliance, Goa is ready to scale even greater heights.#GoenchiNaviSakal pic.twitter.com/RHmjCO5aHy
— All India Trinamool Congress (@AITCofficial) December 14, 2021
আরও পড়ুন: Lakhimpur Kheri: লখিমপুরের ঘটনা ‘সুপরিকল্পিত’, জানাল সিট, আরও চাপে বিজেপি
গোয়ার মঞ্চ থেকে কেন্দ্রকেও নিশানা করেন মমতা । যে ভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে, তা নিয়ে কটাক্ষ করেন মমতা । তৃণমূল নেত্রীর অভিযোগ, “ভোটের সময় এলেই বিজেপি ধর্ম-ধর্ম করে । ভোট এলেই গঙ্গায় স্নান করেন, উত্তরাখণ্ডে ছুটে যান । ভুয়ো ভিডিয়ো প্রকাশ করে ।” এ দিন লখিমপুর নিয়েও কেন্দ্র-প্রধানমন্ত্রী-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেন মমতা । তাঁর অভিযোগ, “চক্রান্ত করে খুন করা হয়েছে লখিমপুরে । কারচুপি করে রিপোর্ট দেওয়া হয়েছে ।” এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মুখ খোলা উচিত বলেও দাবি করেন তৃণমূল নেত্রী । পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিও তোলেন মমতা ।