কাঁকসা:কাঁকসায় নিকাশি নালা থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ(Body rescue from kanksha)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে কাঁকসা থানার পুলিস। পুলিস জানায়, মৃতের নাম সাগর বাগদি। বাড়ি বুদবুদের ভরতপুরে। পেশায় দিনমজুর।
কর্মসূত্রে পানাগড়ে থাকতেন তিনি। মঙ্গলবার সকালে পানাগড় বাজারের গুরুদুয়ারার সামনে নিকাশি নালার মধ্যে উলটে পড়েছিলেন ওই ব্যক্তি। দেখতে পেয়ে তড়িঘড়ি পুলিসে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিস এসে তাঁর দেহ উদ্ধার করে নিয়ে যায়।
মৃতের পরিবার জানিয়েছে, সোমবার রাতে হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে যান সাগর। এদিন সকালে মৃতদেহ উদ্ধারের খবর পান। ঠিক কী কারণে মৃত্যু, তার সঠিক কারণ জানা যায়নি এখনও পর্যন্ত। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিস।
আরও পড়ুন Bhagirathi Express: ট্রেন থেকে ঠেলে ফেলায় যুবকের মৃত্যু, বেলডাঙায় অবরোধ