বেলডাঙা: দেবগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় এক যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা (Rail blockade at Beldanaga) ছড়াল। প্রতিবাদে বেলডাঙা স্টেশনে (Bhagirathi Express) ট্রেন অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এর জেরে লালগোলা-শিয়ালদহ (Lalgola-Sealdah) শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আচমকা অবরোধের জেরে সাতসকালে চরম দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা। যুবকের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিস।
পুলিস সূত্রে খবর, সোমবার রাতে দেবগ্রাম স্টেশন সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় নাজিমউদ্দিন শেখ নামে এক যুবকেকে। অবরোধকারী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেলডাঙার ওই যুবক সোমবার রাতে হায়দরাবাদ থেকে বাড়ির উদ্দেশে ফিরছিলেন ভাগীরথী এক্সপ্রেস ধরে । সেই সময় ট্রেনের কিছু যাত্রীর সঙ্গে বচসা হয়। যার জেরে নাজিমউদ্দিনকে ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়া হয়।
যুবকের মৃত্যুতে বেলডাঙায় রেল অবরোধ
চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় ওই যুবকের বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এরপরেই শোরগোল পড়ে যায়। খবর জানাজানি হতেই মঙ্গলবার অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে রেল অবরোধ শুরু করেন নাজিমের পরিবারসহ এলাকার লোকজনরা। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিসবাহিনী । তবে কীভাবে ওই যুবকের মৃত্যু হল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিস।
আরও পড়ুন মরশুমের শীতলতম দিন, আরও ১ ডিগ্রি নামল পারদ