হাওড়া: সোমবার রাত সাড়ে আটটার পরে হাওড়ার চামরাইল পাওয়ার হাউসে বিধ্বংসী আগুন লাগে৷ খবর পেয়ে, ঘটনাস্থলে দমকলকর্মীরা পৌঁছেছেন৷ কী কারণে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি৷ হতাহতের সংখ্যাটাও জানা যায়নি৷ তবে, ঘটনাস্থলের পাশে একটি মোমবাতি কারখানা রয়েছে৷ স্বাভাবিক ভাবে আগুন ছড়িয়ে পড়ে প্রবল আশঙ্কা রয়েছে৷ ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন রয়েছে৷ দমকলকর্মীরা যুদ্ধাকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন৷ জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে৷ স্থানীয়রা আতঙ্কিত৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন জোমজুড়ে বিধায়ক কল্যাণ ঘোষ৷ স্থানীয়দের থেকে খোঁজ নেওয়ার পাশাপাশি দমকলকর্মীদের সঙ্গে কথা বলেন৷ তিনি জানান, দমকলের ইঞ্জিন সংখ্যা বাড়ানো হচ্ছে৷ স্থানীয়দের অনুরোধ নিরাপদ জায়গায় যেতে অনুরোধ করা হচ্ছে৷
দমকলকর্মীদের সঙ্গে বিধায়ক কল্যাণ ঘোষ৷ নিজস্ব চিত্র৷
দাউ দাউ করে আগুন জ্বলছে৷ নিজস্ব চিত্র৷
দাউ দাউ করে আগুন জ্বলছে৷ নিজস্ব চিত্র৷
পরিস্থিতি মোকাবিলায় গোটা লিলুয়া এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷ স্থানীয়রা দোকানপাঠ ভেঙ্গে অন্যত্র চলে যাচ্ছেন৷ দূরে রাস্তায় বহু মানু জড়ো হয়েছেন৷ তাঁদের চোকে মুখে ভয় ও আতঙ্কের ছাপ৷
দোকান ভেঙ্গে অন্যত্র যাচ্ছেন৷ নিজস্ব চিত্র৷
জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে হাওড়া পুলিস জেলার আধিকারিক-কর্মীরা উপস্থিত আছেন৷ ঘটনাস্থলের পাশে কেউ না যায় সে দিকে লক্ষ্য রাখছেন৷ বারে বারে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে৷ অযথা, ভীড় জমাতেও পুলিসকর্মীরা নিষেধ করছেন৷
জাতীয় সড়কে স্থানীয়রা৷ নিজস্ব চিত্র৷