জলপাইগুড়ি: হাতির পায়ে পিষ্ট বিপ্লব সরকারের মরদেহ সোমবার জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর তুলে দেওয়া হল পরিবারের হাতে।
জেলার জঙ্গলঘেরা পর্যটনকেন্দ্র লাটাগুড়িতে (Lataguri) গড়ে উঠেছে একাধিক রিসর্ট। যেগুলো জঙ্গলের খুব কাছাকাছি। এইসব রিসর্টে পর্যটকদের পাশাপাশি বিভিন্ন সময় নানান অনুষ্ঠানের আয়োজন হয়। এমন একটি বিয়ের অনুষ্ঠানে কিছু অর্থ উপার্জনের তাগিদে ক্যাটারিং কর্মী হিসেবে শুক্রবার এসেছিল শিলিগুড়ির শক্তিনগর বিদ্যাপীঠের দশম শ্রেণীর এবং এলাকার উদীয়মান ফুটবল খেলোয়াড় ছাত্র বিপ্লব সরকার।
আরও পড়ুন – Medinipur bike accident: মেদিনীপুরে বাসের রেষারেষির বলি বাইক আরোহী যুবক
শনিবার দুপুরে অনুষ্ঠানস্থলের পাশেই জঙ্গলে যায় বেশ কয়েকজন। তবে অনুষ্ঠানস্থলে ফিরে এসে বাকিরা দেখে বিপ্লব নেই। এরপরেই শুরু হয় খোঁজ। পরে উদ্ধার হয় হাতির পায়ে পিষ্ট বিপ্লবের নিথর দেহ। সোমবার জলপাইগুড়ি জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হল পরিবারের হাতে।