আসানসোল: আদালতে সশরীরে হাজিরা না দেওয়ায় বিকাশ মিশ্রের জামিনের আবেদন খারিজ করলেন বিচারক। শারীরিক অসুস্থতার কারণে কয়লাকাণ্ডে (Coal Scam) অভিযুক্ত বিকাশ মিশ্রকে (Bikash Mishra) আসানসোলে সিবিআই কোর্টে পেশ করা হয়নি সোমবার । একইসঙ্গে এদিন জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। দুই পক্ষের শুনানি শোনার পর সিবিআই আদালতের বিচারক বিকাশ মিশ্রের জামিন খারিজ করেন।
সাতদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে শনিবার সিবিআই (CBI) আসানসোল আদালতে আবেদন করে। কিন্তু, আদালত সিবিআইয়ের আবেদন খারিজ করে দিয়ে দুই দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী, সোমবার বিকাশ মিশ্রকে পেশ করার নির্দেশ থাকলেও অসুস্থ থাকার কারণে পেশ করা যায়নি।
সূত্রের দাবি, কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশকে নিজেদের হেফজতে নিয়ে আসানসোলের আদালতে আবেদন করে সিবিআই৷ কারণ, এই কয়লা পাচারচক্রের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে, টাকা কীভাবে লেনদেন সে বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বিকাশকে জেরা করা হবে৷
লিভারে অসুখে বিকাশ মিশ্র অন্তর্বর্তীকালীন জামিন পান। তবে, আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত৷ কিন্তু, কোনও কারণে হাজিরা এড়িয়ে যান বিকাশ৷ সিবিআইয়ের সঙ্গে অসহযোগিতারও অভিযোগ ওঠে৷ যে কারণে ফের বিকাশকে গ্রেফতার করা হয় শনিবার৷
এর আগে দিল্লি থেকে বিকাশ মিশ্রকে ইডি গ্রেফতার করে। জেলা হেফাজত হয় তাঁর৷ পরে তিহার জেল থেকে নিজেদের হেফজতে নেয় সিবিআই৷ কিন্তু, অসুস্থতার কারণে বিকাশের আইনজীবী অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেন৷ নিয়ম অনুযায়ী হাজিরা ও তদন্তে সহযোগিতা করার শর্তে তাঁকে জামিন দেয় আদালত৷ কিন্তু, তদন্তে সহযোগিতা তো দূর, অসুস্থতার কারণে বিকাশ হাজিরা দিতে পারছিলেন বলে খবর৷
আরও পড়ুন- গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রশাসনিক বৈঠকে মহুয়া-জয়ন্তদের সতর্কবার্তা মমতার
সিবিআইয়ের অভিযোগ, কয়লাকাণ্ডে লালা ওরফে অনুপ মাজির থেকে কোটি কোটি টাকা নিয়ে বিভিন্ন প্রভাবশালীদের ওই টাকা পৌঁছে দিতেন বিকাশ। যে কারণে বিকাশকে জেরা করা সিবিআইয়ের কাছে গুরুত্বপূর্ণ৷