বসিরহাট: ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিস। বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার জঙ্গলপুর এলাকার ঘটনা। সোমবার ভোররাতে ওই পাঁচ দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জঙ্গলপুরের একটি ফাঁকা মাঠে জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে বাদুড়িয়া থানার ওসির নেতৃত্বে পুলিস গিয়ে ৫ দুষ্কৃতীকে হাতেনাতে পাকড়াও করে। তল্লাশির পরে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি গুলিভর্তি ওয়ানশটার, ছুরি, কাঁচি ও রডের মতো একাধিক অস্ত্র। তারা জঙ্গলপুর সংলগ্ন ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে পুলিসের প্রাথমিক অনুমান। ধৃতদের সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।