বীরভূম: ভোট-পরবর্তী হিংসার ঘটনায় বিজেপি কর্মী খুনের অভিযোগে বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন ইলামবাজারের গোপালনগর গ্রামের তৃণমূলের বুথ সভাপতি পুলক মণ্ডল ও তৃণমূল সমর্থক কৃপাল ঘোষ।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন গোপালনগরে খুন হয়েছিলেন বিজেপি কর্মী গৌরব সরকার। তাঁকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পরবর্তীতে মৃত বিজেপি কর্মীর বাবা ইলামবাজার থানায় ২৪ জনের নামে অভিযোগ দায়ের করেছিলেন। পরে এই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই।
তিনজন গ্রেপ্তার ও ৭ জন আত্মসমর্পণ করেছিল। ছয়জন জামিনে মুক্তি পেয়েছিল আগেই। রীতিমতো ঢেঁড়া পিটিয়ে ৮ অভিযুক্ত পলাতক নামে নোটিস দেয় সিবিআই। তারপর সেই ৮ জনের মধ্যে ৬ জন আত্মসমর্পণ করেছিল। আজ, সোমবার ফের বোলপুর আদালতে বাকি দুজন আত্মসমর্পণ করল।
আরও পড়ুন- ধূপগুড়িতে মদ্যপ প্রেমিকাকে রাস্তায় ফেলে পালানোর চেষ্টা প্রেমিকের
পুলক মণ্ডল গোপালনগর গ্রামের তৃণমূলের বুথ সভাপতি ও কৃপাল ঘোষ স্থানীয় তৃণমূল সমর্থক। পলাতক অভিযুক্ত তৃণমূল বুথ সভাপতি পুলক মণ্ডলের বক্তব্য, এতদিন ভয়ে গা ঢাকা দিয়ে ছিলাম। সিবিআই নোটিস দিয়েছিল, তাই আজ আত্মসমর্পণ করছি। যদিও তাঁরা নির্দোষ, বিজেপি চক্রান্ত করে তাঁদের ফাঁসিয়ে দিয়েছে বলে দাবি তাঁদের।