বসিরহাট: বসিরহাট মহকুমার বসিরহাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের জামরুলতলায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা খুদে ছাত্রছাত্রীরা ক্যারাটে প্রতিযোগিতার মধ্য দিয়ে শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর বার্তা দিল।
করোনা মহামারীকালে ছাত্রছাত্রীরা ঘরবন্দি অবস্থায় ছিল। যখন স্কুল খুলতে শুরু করেছে, তখন একদিকে তাদের শারীরিক ও মানসিক বিকাশ যাতে থমকে না যায়, অন্যদিকে করোনার নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রন প্রতিরোধে এবার শারীরিক সক্ষমতার ওপর জোর দিলেন শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক-অভিভাবিকারা।
সোমবার শতাধিক স্কুলের ছাত্র-ছাত্রী ভারত সেবা সংঘের প্রাঙ্গণে শারীরিক কসরত দেখাতে প্রতিযোগিতায় নেমেছিল। করোনা পরিস্থিতিতে একমাত্র শারীরিক সুগঠন ও সুস্থ থাকাই উপায় বলে মনে করছেন চিকিৎসক থেকে শুরু করে সমাজের বিশিষ্টজনেরা। তাই ক্যারাটের মধ্য দিয়ে আগামীদিনে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে সেই বার্তা দিলেন সকলে।
আরও পড়ুন – বাঁকুড়ায় দুটি স্কুল বন্ধের মুখে, কোথাও পড়ুয়া নেই, কোথাও শিক্ষক
শিক্ষক সন্দীপন দাস, সুকুমার আচার্য বলেন, আমরা ভাবতে পারিনি করোনাকালে বিভিন্ন জেলা থেকে এত ছাত্র-ছাত্রী আসবে। আমরা চাই, এভাবে মানসিক, শারীরিক দক্ষতা গড়ে তুলতে পারলে রোগ-প্রতিরোধ ক্ষমতাও গড়ে উঠবে। একদিকে রোগ-প্রতিরোধ, অন্যদিকে নিজেদের সুরক্ষিত রাখতে ক্যারাটে প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।