পরমব্রত চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় নতুন ছবির শ্যুটিংয়ের কাজ শুরু করলেন শনিবার। ছবির নাম ‘ডাক্তার বক্সী’। ছবির পরিচালনার রয়েছেন সপ্তাশ্ব বসু।এই ছবিতে শুভশ্রী ও পরমব্রত ছাড়াও রয়েছেন বনি সেনগুপ্ত।বনি দুই দিন আগেই শ্যুট শুরু করেছিলেন। এবার যোগ দিলেন পরমব্রত ও শুভশ্রী।
ডাক্তারি পেশা নিয়ে বিভিন্ন সময়েই নানা নেতিবাচক দিক উঠে এসেছে। সেই প্রেক্ষিতেই বারবার প্রশ্ন উঠেছে যে, চিকিৎসা কি শুধুমাত্রই কারবার? সংশ্লিষ্ট পেশার সঙ্গে যুক্ত একশ্রেণীর নানা কর্মকাণ্ডের জেরেই এমন কৌতূহল একাধিকবার উঁকি মেরেছে সাধারণ মানুষের মনে।
সেই প্রেক্ষাপটেই এমন চিকিৎসকদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে ‘ডক্টর বক্সী’। যার কাছে ডাক্তারি পেশা শুধুমাত্র কারবার নয়, মানুষের জীবন বাঁচানোর প্রতিশ্রুতি রক্ষাও।এরকমই এক বিষয়বস্তু নিয়ে তৈরি হচ্ছে সপ্তাশ্ব বসুর আগামী ছবি। যেখানে মূল ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে ।এই ছবিতেই একজন ট্রাভেল ব্লগারের চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।