উলুবেড়িয়া: খেলাধুলা, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা তার৷ কিন্তু পরিবারের আর্থিক অনটন এবং বাবার অসুস্থতা সব কেড়ে নিয়েছে এগারো বছরের কিশোরীর৷ অসুস্থ বাবাকে ভ্যানে চাপিয়ে এগারো বছরের ঝিলিক গ্রাম থেকে উলুবেড়িয়া শহরে ঘুরে বেড়ায় অর্থ সংগ্রহের আশায়৷ ঝিলিকের সঙ্গে থাকেন তার মা’ও৷ দিনের শেষে সামান্য যে টুকু জোটে, তা দিয়ে চলে সংসার এবং বাবার চিকিৎসা৷ এই খবর ও মা-মেয়ের ভ্যান টানার ছবি সংবাদ মাধ্যমে সম্প্রচার হতেই বিভিন্ন মহল থেকে খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে৷
বাবার সঙ্গে ঝিলিকি৷ নিজস্ব চিত্র৷
উলুবেড়িয়ার বিডিও ১ নীলাদ্রি শেখর দে ঝিলিকদের বাড়িতে পৌঁছেছেন৷ ঝিলিকের বাবার চিকিৎসার ব্যবস্থা, তার পড়াশোনার ব্যবস্থার আশ্বাস দিয়েছেন৷ স্থানীয় স্বচ্ছল ব্যক্তিরাও সাহায্যে এগিয়ে এসেছেন৷ রাজ্যে মহিলা ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা, ঘাটালের সাংসদ দীপক অধিকারী ( দেব ) সাহায্যের আশ্বাস দিয়েছেন৷ একই ভাবে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ঝিলিকির পড়াশোনার বন্দোবস্ত করবেন বলে জানিয়েছেন৷
শনিবার ঝিলিক জানায়, তাদের বাড়ি উলুবেড়িয়া থানার হিরাপুর দক্ষিণ রামচন্দ্রপুরে৷ বাবা সুশান্ত মণ্ডল দশ বছরের বেশি সময় ধরে অসু্স্থ৷ কোনও রকম কাজ করতে পারেন৷ তিনি শয্যাশায়ী৷ তাঁর কোনও অঙ্গপ্রত্যঙ্গ কাজ করে না৷ মা-বাবার এক মাত্র সন্তান ঝিলিক৷ সে স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী৷ ঝিলিক বলে, ‘সন্ধের পরে বাড়ি ফিরি৷ প্রতিদিন ঠিকমতো খাওয়া হয় না৷ বাড়ি ফিরে পড়তেও ভালো লাগে না৷ স্কুলেও সব দিন যাওয়া হয়ে ওঠে না৷ কেউ সাহায্যে এগিয়ে এলে ভালো হয়৷’
আরও পড়ুন-মাস্ক খুলে ফেলছে ভারত, করোনা নিয়ে ফের উদ্বেগ