কলকাতা টিভি ওয়েবডেস্ক: কৃষকদের বিজয় সমাবেশ শুরু (Farmers begin journey back home)। দীর্ঘ ১৫ মাসের আন্দোলন (Kisan Andolon News) শেষে শনিবার সরকারিভাবে অস্থায়ী আস্তানা ছাড়ছেন (long agitation against farm laws)। ভাঙা হচ্ছে সে সব আস্তানা। সরানো হচ্ছে পুলিসের ব্যারিকেড। দিল্লিতে সিঙ্ঘু, টিকরি, গাজীপুর সীমানা থেকে হরিয়ানা ও পঞ্জাবের পথে কৃষকরা । ওইসব এলাকায় রীতিমতো উৎসবের পরিবেশ শনিবার। কেউ এনেছে ঘোড়ার গাড়ি, কেউ এনেছেন ট্রাক্টর। এসেছে আরও নানান ধরনের যানবাহন। সেই সব যানে তোলা হচ্ছে বিছানা, বালিশ, তোশক ও অন্যান্য সামগ্রী।জাতীও সড়কের দু’ধারে বিজয়ী কৃষকদের সংবর্ধনা জানানোর বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
প্রায় দেড় বছর ধরে কৃষি আইনের (farm laws) বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নানা অপবাদ সইতে হয়েছে। খোদ কেন্দ্রীয় সরকার এবং বিজেপি আন্দোলনকারীদের কখনও ‘সন্ত্রাসবাদী’ (Terrorists)কখনও ‘খলিস্তানি’ (khalistanis) বলে কটাক্ষ করেছে। এই সময়কালে দফায় দফায় আন্দোলনকারীদের পর রাষ্ট্রীয় সন্ত্রাসও নেমে এসেছে।
অস্থায়ী আস্তানা ছেড়ে বাড়ির পথে কৃষকরা
দীর্ঘ এই আন্দোলন পর্বে মৃত্যু হয়েছে সাতশোর বেশি কৃষকের। রোদে জলে অসুস্থ হয়ে যেমন অনেকে মারা গিয়েছেন, তেমনই পুলিসের অত্যাচারেও অনেকের মৃত্যু হয়েছে। তবু আন্দোলন দমানো যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষিআইন প্রত্যাহারের ঘোষণা করার পরেও কৃষকরা আন্দোলন জারি রেখেছে।
দীর্ঘ ১৫ মাসের আন্দোলন শেষ
আরও পড়ুন Mumbai Omicron: মুম্বইয়ে ওমিক্রন আতঙ্কে ১৪৪ ধারা, শনি-রবি সমস্ত জমায়েত নিষিদ্ধ
সরকার শেষে সংযুক্ত কিসান মোর্চার অধিকাংশ দাবি লিখিতভাবে মেনে নিতে বাধ্য হয়। বৃহস্পতিবার মোর্চা আনুষ্ঠানিক ভাবে আন্দোলন তুলে নেওয়ার কথা ঘোষণা করে। শুক্রবারই বিজয় উৎসবের কথা ছিল। কিন্তু চপার দুর্ঘটনায় প্রতিরক্ষা প্রধা সহ ১৩ জনের মৃত্যুর ঘটনায় তা স্থগিত রাখা হয়। অবশেষে কৃষকদের ঘরে ফেরার পালা ।
আরও পড়ুন TMC Manifesto for Kolkata: আজ প্রকাশ হতে চলেছে তৃণমূলের ইস্তাহার, প্রচার পুস্তিকার মোড়কে ‘দশ দিগন্ত’