‘বাহুবলি’ ছবির পর সারা ভারতে তারকা খ্যাতি পেয়েছেন তিনি। এই মুহূর্তে তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া সুপার হিরো। তাঁর হাতে একের পর এক ছবি। এই মুহূর্তে তিনি প্রতিটি ছবির জন্য পারিশ্রমিক নেন ১৫০ কোটি টাকা। মুম্বইয়ে একটি ব্যয়বহুল বাংলো কিনতে চলেছেন ‘বাহুবলি’ খ্যাত এই অভিনেতা প্রভাস। গাড়ি কিংবা বাড়ি কেনার ব্যাপারে অভিনেতা বেশ শৌখিন। তাঁর বাড়ির গ্যারাজে রয়েছে বেশ কিছু দামি গাড়ি। বিলাসবহুল বাড়িগুলিরও ইন্টেরিয়ার দেখার মতন।হায়দ্রাবাদের জুবিলি হিলসে ‘ইয়ং রেবেল’ প্রভাসের একটি বিলাসবহুল বাংলো রয়েছে। জানা গেছে সেটির মূল্য নাকি ৬০ কোটি টাকা। দক্ষিণের এক বিনোদনমূলক পোর্টালের খবর অনুযায়ী হায়দ্রাবাদে নানকরামগুরায় প্রভাস নাকি ইতিমধ্যেই আরো দুই একর জমি কিনেছেন যার মূল্য ১২০ কোটি টাকা।
হায়দ্রাবাদের জুবিলি হিলসে প্রভাসের বিলাসবহুল বাংলো
এই জমির উপরে অভিনেতা ৮০কোটি টাকা খরচা করে একটি বিলাসবহুল বাড়ি তৈরি করতে চলেছেন। জমি সমেত এই বিলাসবহুল বাড়ির জন্য মোট খরচা হবে ২০০ কোটি টাকা। কিছুদিন আগে ‘রাধে শ্যাম’ ছবির শুটিং শেষ করেছেন প্রভাস। প্রভাসের কম্পানি ‘ইউভি ক্রিয়েশনস’ নির্মাণ করেছে এই ছবি। প্রবাস এর বিপরীতে ছবিতে দেখা যাবে অভিনেত্রী পূজা হেগড়েকে। আগামী বছরের শুরুতে ‘আদি পুরুষ’ ছবির শুটিং করতে প্রভাস মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন।