চলতি মাসেই শাহরুখের সঙ্গে যশরাজ ফিল্মসের ড্রিম প্রজেক্ট ‘পাঠান’-এর শ্যুটিং শুরু করে দেবেন জন আব্রাহাম।এমনটাই সূত্রের খবর।মাদককাণ্ডে আরিয়ান খানের গ্রেফতারির পর সিদ্ধার্থ আনন্দের ছবি ‘পাঠান’ ও অ্যাটলি কুমার পরিচালিত ‘লায়ন’,দুটি ছবিরই শ্যুটিং হঠাৎই বন্ধ করে দেন শাহরুখ খান।যে কারণে ব্যাঘাত ঘটে শ্যুটিং সিডিউলে।শোনা যাচ্ছে অবশেষে বিরতি কাটিয়ে শ্যুটিংয়ে ফিরবেন শাহরুখ।শুরুতেই ‘পাঠান’-এর শ্যুটিং শেষ করবেন শাহরুখ খান।বলিউড বাদশার সঙ্গে মুম্বইতে শ্যুটিং করবেন ‘পাঠান’-এর ভিলেন জন আব্রাহাম।বেশ খানিকটা শ্যুটিং রয়েছে নায়িকা দীপিকা পাডুকোনেরও।তবে ‘পাঠান’-এর শ্যুটিং পিছোনোয় সমস্যায় পড়েছেন জন আব্রাহাম।
সুপারহিট মালায়লম ছবি ‘আয়াপ্পানুম কোশিয়াম’-এর হিন্দি রিমেকে দেখা যাবে তাঁকে।চলতি বছরেই ছবির শ্যুটিং শুরুর কথা ছিল।কিন্তু ‘পাঠান’-এর স্পেশাল লুকের জন্য অন্য ছবির শ্যুটিং করতে পারছেন না জন আব্রাহাম।শোনা যাচ্ছে নতুন সিডিউল অনুযায়ী আগামী বছরের মার্চ মাসে ‘পাঠান’-এর শ্যুটিং শেষ হওয়ার কথা।তারপরই ‘আয়াপ্পানুম কোশিয়াম’-এর হিন্দি রিমেকের শ্যুটিং শুরু করবেন জন।তবে অভিনেতার কাছে এখন ‘পাঠান’-এর চেয়ে কোনও ছবিই বড় নয়।শ্যুটিং শুরুর জন্য মুখিয়ে আছেন তিনি।