তমলুক: রেশন (Duare Ration) দোকান থেকেই কয়েক ফুট দূরেই বস্তা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন। হাতে রয়েছে টাকার বান্ডিল। দুয়ারে রেশন প্রকল্পে বিনামূল্যে আটার (Flour) প্যাকেট নিয়েই সেখানে ছুট লাগাচ্ছেন গ্রাহকরা। সামান্য কিছু টাকার বিনিময়ে বেচে দিচ্ছেন আটা। গ্রাহকদের দাবি, এই আটা (Duare Ration) খাওয়ার যোগ্য নয়। তাই বাধ্য হয়ে বেচে দিচ্ছেন তাঁরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত দুয়ারে রেশন প্রকল্প সারা রাজ্যে শুরু হয়েছে। রেশন ডিলাররা বাড়ির কাছেই পৌঁছে দিচ্ছেন পণ্য। কিন্তু এক শ্রেণির মানুষ সেই আটা বিনামূল্যে নিয়ে সামান্য কিছু টাকার বিনিময়ে বেচে দিচ্ছেন। পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ঘটনা। সরকারি মাল এ ভাবে খোলা বাজারে পৌঁছে যাওয়ায় বিতর্ক শুরু হয়েছে।
প্রতি কেজি ১৩ টাকায় সেই আটা বিক্রি করে দিচ্ছেন গ্রাহকরা। এক রেশন গ্রাহককে কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই আটা খাওয়ার যোগ্য নয়। তাই বাধ্য হয়ে আটাগুলো বিক্রি করে দিতে হচ্ছে। তমলুক পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর চন্দন প্রধান গোটা ঘটনার কথা স্বীকার করে নেন।
আরও পড়ুন: সায়ন্তিকাকে দেখতে সার্কিট হাউসে বিজেপি বিধায়ক
আটা কিনছেন যারা, তাঁদের মধ্যে একজন বলেন, আমরা কাউকে জোর করছি না। কয়েকজন স্বেচ্ছায় এসে আটা বিক্রি করে দিয়ে যাচ্ছেন। তবে এখানে তেমন কেউ দেয় না আটা। কোনওদিন ২ বস্তা, কোনও ৫ বস্তা মাল পাই। কেজি প্রতি ১৩ টাকায় কিনি। সামান্য এক-দু’টাকা লাভ রেখে বেচে দিই।