বর্ধমান: নেশাটা অনেকদিনের। অভাবের সংসারে কিছুটা টাকা বাঁচিয়ে লটারি (One crore lottery) কেনার নেশা ছিল বর্ধমানের অ্যাম্বুল্যান্স চালক শেখ হীরার। এহেন নেশার জন্য তির্যক কথাও শুনতে হয়েছে অনেকবার। তবে ভাগ্য ফেরানোর স্বপ্নে টিকিট কেটে গিয়েছেন হীরা। ভাগ্যের চাকা কখন কোন দিকে ঘোরে কেই বা বলতে পারে! একটা লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি (One crore lottery) হয়ে গিয়েছেন হীরা।
বর্ধমান-২ ব্লকের বাম এলাকার বাসিন্দা শেখ হীরা বুধবার লটারির টিকিট কেটেছিলেন। বৃহস্পতিবার জানতে পারেন ১ কোটি টাকা জিতেছেন তিনি। তবে পুরস্কার জেতার আনন্দ দূর, নিরাপত্তা নিয়ে চিন্তায় ঘুম উড়েছে হীরার। তাঁর কথায়, ‘এই টাকাই দিয়ে কী করব, তা বুঝেই উঠতে পারছি না।’ এত বড় অঙ্কের পুরস্কার জিতে স্বভাবতই কিছুটা হতচকিত তিনি।
শক্তিগড় থানায় যোগাযোগ করেন হীরা। তিনি বলেন, ‘নিরাপত্তার কথা ভেবে কিছুটা চিন্তা হচ্ছে। অনেকদিন থেকেই টিকিট কাটছি। কোনওদিন ভাবতে পারিনি এত বড় অঙ্কের পুরস্কার পাব। মধ্যবিত্ত পরিবার। অ্যাম্বুল্যান্স চালিয়ে কোনও মতে সংসার চালাই। লটারিতে জেতা টাকায় অসুস্থ মায়ের চিকিৎসা করব। বাড়ি করারও ইচ্ছা আছে।’
আরও পড়ুন: ৩০ টাকার টিকিট কেটে কোটিপতি, নিরাপত্তা চেয়ে থানায় রাজমিস্ত্রি
যে দোকান থেকে টিকিট কেটেছিলেন হীরা, সেই দোকানের মালিকের মুখেও চওড়া হাসি। টিকিট বিক্রেতা শেখ হানিফ বলেন, ‘বহু বছর ধরে লটারির ব্যবসা করছি। কিন্তু কখনও এত বড় পুরস্কার আমার দোকান থেকে ওঠেনি। একজন ক্রেতাকে এমন পুরস্কার দিতে পেরে খুবই খুশি। দোকান থেকে প্রথম এমন পুরস্কার উঠে আসায় কেনাকাটা বাড়বে বলে আশা করছি।’