নয়াদিল্লি: বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আরজেডি নেতা তেজস্বী যাদব৷ করোনাবিধি মেনে কয়েকজনকে বিয়েতে আমন্ত্রণ জানানো হয়৷ বৃহস্পতিবার দিল্লিতে সেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে৷ বিয়েতে উপস্থিত ছিলেন তাঁর বাবা লালুপ্রসাদ যাদব ও মা রাবড়ি দেবী৷ তেজস্বীকে নিয়ে আগেই দিল্লিতে হাজির হন দিদি মিসা, ভাই তেজপ্রতাপ। দিল্লিতেই গোটা বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে।
বিহারের উপমুখ্যমন্ত্রী হওয়ার পর তেজস্বীকে বিয়ে করতে চেয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে হাজার আবেদনপত্র এসেছিল। ৪৭ হাজার আবেদনের মধ্যে ৪৪ হাজারই ছিল বিয়ের প্রস্তাব। যদিও তখন তেজস্বী যাদব রাজনীতিকে পাখির চোখ করে এগচ্ছিলেন৷ বিয়ের কথা ভাবেননি৷
বিহারের শেষ বিধানসভার ভোটে তেজস্বী নিজেকে বিরোধীদের অবিসংবাদী নেতা হিসেবে প্রতিষ্ঠা করেন৷ এ বার সংসার গোছানোর পালা। যদিও করোনার কারণে ধুমধাম করে অনুষ্ঠান করেননি৷ সূত্রের দাবি, করোনা বিধি মেনে বাগদানের অনুষ্ঠানে পঞ্চাশেক নিকট আত্মীয়কে নিমন্ত্রণ করা হয়।
বিয়ে কাকে করছেন তেজস্বী? বুধবার পর্যন্ত তা অজানা থাকলেও বৃহস্পতিবার জানা যায় যে, তেজস্বী বিয়ে করেছেন তাঁর দীর্ঘ দিনের বন্ধু, দিল্লির বাসিন্দা রেচেলকে।