আলোর রোশনাই এ সেজে উঠেছে ক্যাট-ভিকি ওয়েডিং ডেস্টিনেশন। শুরু হয়ে গেছে তাঁদের বিয়ের সামাজিক অনুষ্ঠান। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে শুরু হয়েছে ‘শেহরা বন্দি’। পাঞ্জাবি প্রথায় বিয়ে। পাঞ্জাবি রীতিতে সাত পাকে বাঁধা পড়েছেন বলিউডের ভি-ক্যাট জুটি। ৭০০ বছরের পুরনো রাজস্থানের সোওয়াই মাধপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে বসেছে এই রাজকীয় বিয়ের আসর। পালকি আর ঘোড়ায় চড়ে বিয়ের মন্ডপে পৌঁছেছেন ক্যাটরিনা এবং ভিকি। সূত্রের খবর ভিকি-ক্যাটরিনার বিয়ের সিংহভাগ খরচা করছেন ক্যাটরিনা কাইফ নিজে। জাঁকজমকপূর্ণ এই আয়োজনের ৭৫ শতাংশ নাকি তিনি নিজেই বহন করছেন। তাছাড়া জানা যাচ্ছে নিজেদের প্রচারের জন্য সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসর্ট বিনামূল্যে এই হাইপ্রোফাইল ওয়েডিংয়ের আয়োজন করে দিয়েছে। অতিথিদের নিরাপত্তা এবং অন্যান্য বিষয়গুলির দেখভাল করা হচ্ছে ক্যাটরিনার পক্ষ থেকে। অভিনেত্রী পছন্দ মতোই বেশিরভাগ আয়োজন করা হয়েছে।