জলপাইগুড়ি: দশম শ্রেণির টেস্ট (Madhyamik Test) পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে জলপাইগুড়ির কদমতলায় রাস্তা অবরোধ করল ৫টি স্কুলের বেশ কয়েকজন পড়ুয়ারা (Student Protest)। অবরোধকারীদের দাবি, দশম শ্রেণির টেস্ট পরীক্ষার সিলেবাস শেষ হয়নি। এই পরিস্থিতিতে পরীক্ষা নিলে সমস্যায় পড়বে পড়ুয়ারা। অনেকেই পাশ করতে পারবে না। এই অবস্থায় পরীক্ষা (Madhyamik Test) পিছিয়ে দেওয়া কিংবা বাতিলের দাবি তুলছেন জলপাইগুড়ি শহরের পড়ুয়াদের একাংশ।
বৃহস্পতিবার এই দাবিতে শহরের কদমতলা মোড় অবরোধ করল পড়ুয়ারা। রাস্তা অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মোহন্ত পাড়ার জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনেও বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। তাদের বক্তব্য, কয়েকদিন পরেই টেস্ট পরীক্ষা। কিন্তু সিলেবাস বা প্রোজেক্ট সম্পূর্ণ হয়নি। অনেক পড়ুয়া মোবাইল কিনতে পারেনি। অনলাইনে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এখন পরীক্ষা হলে পরীক্ষা ফল ভাল হবে না বলে দাবি করে পড়ুয়ারা।
সুশোভন দাস নামে এক পড়ু্য়ার কথায়, ‘আমাদের অনলাইনে ক্লাস ঠিকমতো হয়নি। স্কুল শুরু হলে প্রথম অধ্যায় থেকে পড়ানো শুরু হয়েছে। সিলেবাসও শেষ হয়নি। হয় টেস্ট পিছনো হোক, না হলে বাতিল করা হোক। এই দাবি নিয়ে ৫টি স্কুলের পড়ুয়ারা মিলে আজকের বিক্ষোভে সামিল হয়েছি।’ মেহবুব আলম নামে এক পড়ুয়ার দাবি, এতো তাড়াতাড়ি টেস্ট হলে অনেক পড়ুয়াই ফেল করবে। মডেল-অ্যাক্টিভিটি টাস্কের অনেক কিছুই বাকি বলে জানায় সে।
স্কুল পরিদর্শকের অফিসের সামনে বিক্ষোভে পড়ুয়ারা
আরও পড়ুন: Gen Bipin Rawat: দেশের জন্য এত কিছু দিয়েছেন, শেষ মুহূর্তে জলটুকুও পেলেন না…