বিয়ের পরই নাকি পাঁচতলা কেক কাটবেন ভি-ক্যাট,এমনটাই শোনা যাচ্ছে। বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। মঙ্গলবার জমজমাট সংগীত অনুষ্ঠানের পর বুধবারই ছিল তাঁদের হলদি ও মেহেন্দি সেরিমনি। শোনা যাচ্ছে,সোয়াই মাধোপুরের বারওয়ারা ফোর্টের সিক্স সেন্সেস প্যালেসে হলদি ও মেহেন্দি সেরিমনিতে মেতেছেন ভিকি-ক্যাট এবং তাঁদের বন্ধু পরিজনরা। সারাদিন ব্যাপি চলেছে নানা আচার-অনুষ্ঠান।পুরদমে চলছে বৃহস্পতিবারের রাজকীয় বিয়ের প্রস্তুতিও।ভিক্যাটের বিয়েতে অতিথিদের জন্য এলাহি খানাপিনার আয়োজন থাকছে।ভারতীয় খাবারের পাশাপাশি থাকছে নামী-দামী বিদেশি ডিশও।মেনুতে থাকছে নানা ধরণের বিরিয়ানি এবং রকমারি মিষ্টিও।
এখানেই কিন্তু শেষ নয়,ইতিমধ্যেই নাকি ইতালি থেকে এসে পৌছোছেন বিশেষ শেফ্।যিনি নবদম্পতির জন্য তৈরি করেছেন একটি পাঁচতলা বিরাট কেক।বিবাহঅনুষ্ঠান মিটে যাওয়ার পর সেই কেকই নাকি কাটবেন ভিকি এবং ক্যাটরিনা।তাঁদের বিয়েতে হাজির থাকবেন বলিপাড়ার একঝাঁক তারকা।কবীর খান,মিনি মাথুর,অঙ্গদ বেদি,নেহা ধুপিয়া,শর্বরী,গুরুদাস মান ছাড়াও আরও অনেক বলি সেলিব্রিটি সামিল হবেন ভিক্যাটের রাজকীয় বিয়েতে।