বড়পর্দার পর ওটিটিতেও দারুণ সারা ফেলেছে কঙ্গনা রানাওয়াতের বিগত ছবি ‘থালাইভি’।ছবিতে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ভূমিকায় অভিনয় করে দর্শক-সমালোচকদের মন জয় করেছেন বলিপাড়ার কন্ট্রোভার্সি ক্যুইন।মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেত্রীর আরও দুটি বিগ বাজেট প্রজেক্ট ‘ধাকড়’ এবং ‘তেজস্’।অবশেষে ‘তেজস্’-এর মুক্তির দিন প্রকাশ্যে এনেছেন ছবির নির্মাতারা।আগামী বছর দশেরা উপলক্ষে ৫ অক্টোবর মুক্তি পাবে সর্বেশ মেওয়ারা পরিচালিত ‘তেজস্’।কঙ্গনার এই নতুন ছবি নিয়ে ইতিমধ্যেই দারুণ আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।
‘তেজস্’-এ একজন মহিলা এয়ারফোর্স পাইলট-এর ভূমিকায় নজর কাড়বেন কঙ্গনা।চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা ছিল তার আরও একটি ড্রিম ফিল্ম ‘ধাকড়’-এরও।২০২১এ ছবির মুক্তির পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে দিয়েছে ছবির প্রযোজনা সংস্থা।আগামী বছর ‘তেজস্’-এর পাশাপাশি মুক্তি পাবে ‘ধাকড়’-ও।আগামী বছরে বক্সঅফিসের কুইন যে কঙ্গনায় হতে চলেছেন তা বোধহয় বলার অপেক্ষা রাখে না।