কলকাতা: মাদক কাণ্ডে জামিন পেলেন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী৷ তাঁর সঙ্গে আর এক অভিযু্ক্ত সোমনাথ চট্টোপাধ্যায়েরও জামিন মঞ্জুর হয়েছে মঙ্গলবার৷ বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জামিন মঞ্জুর করেছে৷ টানা ২৯২ দিন জেল হেফাজতে রয়েছেন পামেলা গোস্বামী৷
চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি একটি গাড়ি থেকে ৭৬ গ্রাম কোকেন উদ্ধার হয়৷ একই সঙ্গে পামেলা ও সোমনাথ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। এই মাদক কাণ্ডে আরও এখন বিজেপি নেতা রাকেশ সিংহ কয়েকদিন আগেই জামিন পান৷
আদালতের পর্যবেক্ষণ, চার্জশিটে অভিযুক্তের বিরুদ্ধে যে যে অভিযোগ আনা হয়েছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে সে ওই ঘটনার সঙ্গে জড়িত নয়৷ তাছাড়া অভিযুক্তের কাছ থেকে মাদকও উদ্ধার হয়নি৷ তাই এই মামলায় জামিনের আবেদন খারিজ করে দেওয়ার মত কিছু পাওয়া যায়নি৷ এর পরই রাকেশ সিংহকে জামিন দেয় আদালতের ডিভিশন বেঞ্চ৷
আরও পড়ুন: ‘আহাম্মক’, ‘ভালো এন্টারটেনার’, দিলীপ সম্পর্কে বাবুল
গত ১৯ ফেব্রুয়ারি নিউ আলিপুরে বিজেপি যুব নেত্রী পামেলা গোস্বামীর গাড়ি থেকে লক্ষাধিক টাকার কোকেন উদ্ধার করে পুলিস৷ সেই সূত্র ধরে উঠে আসে রাকেশ সিংয়ের নাম৷ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় পুলিস৷ কিন্তু তদন্তে সহযোগিতার নাম করে পালিয়ে যায় সে৷ পরে ২৩ ফেব্রুয়ারি রাকেশ সিংকে গলসি থেকে গ্রেফতার করেন লালবাজারের আধিকারিকরা৷ তার পর থেকে জেলেই ছিলেন তিনি৷