উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে এবারে আর মাঝারি নয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে বর্ষা ক্রমেই দানা বাঁধছে উত্তরে।
আগামী ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের ওপর গভীর নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরের জেলাগুলিতে ২৭ থেকে ২৯ জুন ভারী বৃষ্টিপাত হবে এবং ৩০ জুন থেকে ৩ জুলাই অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই অতি বৃষ্টির কারণে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বাড়বে। উত্তরবঙ্গে বেশ কিছু দিন ধরেই বৃষ্টি চলছে। যে কারণে শুক্রবার তিনধরিয়ায় ধস নামে। যার জেরে শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী সড়ক পথ আপাতত বন্ধ। উত্তরের জেলার বেশ কিছু এলাকায় এখনও জল জমে আছে। সেই সব জল সরার আগেই ফের এই বৃষ্টির পূর্বাভাসে চিন্তিত উত্তরবঙ্গ বিশেষত পাহাড়ি এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন : তিনধারিয়ার ধস, ঘুরপথেই যেতে হচ্ছে দার্জিলিং