চাঁচল: তৃণমূল কংগ্রেসের (TMC) ‘খেলা হবে’ (Khela Hobe) কর্মসূচির প্রস্তুতি সভা চলাকালীন প্রকাশ্যে এল দলের গোষ্ঠীদ্বন্দ্ব৷ রবিবার মালদহের চাঁচলে একটি বেসরকারি অতিথি আবাসে ‘খেলা হবে’-র প্রস্তুতি বৈঠক চলার সময় বাইরে বিক্ষোভ দেখান চাঁচল ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি জয়ন্ত দাস ও তাঁর অনুগামীরা৷ জয়ন্ত দাসের অভিযোগ, প্রস্তুতি সভায় তাদের আমন্ত্রণ জানানো হয়নি৷ ১ নম্বর ব্লক কমিটিকে ব্রাত্য রেখে সভা করা হচ্ছে৷ তাই তিনি ১ নম্বর ব্লক কমিটিকে যথাযোগ্য মর্যাদায় দেওয়ার দাবি তোলেন৷
রাজ্যের তৃতীয়বার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর ‘খেলা হবে’ কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই কর্মসূচি আয়োজনের জন্য রবিবার প্রস্তুতি সভা ডেকেছিল মালদহ তৃণমূল যুব কংগ্রেস৷ চাঁচল মহকুমার ৬টি ব্লকের যুব তৃণমূল কমিটির নেতৃত্বে এই নিয়ে আলোচনা হয়৷ চাঁচলের একটি বেসরকারি অতিথি আবাসে ওই বৈঠক যখন চলছিল তখনই দলবল নিয়ে হাজির হন জয়ন্ত দাস৷ তাঁর অভিযোগ, সভায় যোগ দেওয়ার কোনও আমন্ত্রণ তিনি পাননি৷ চাঁচল ১ ব্লক কমিটির তৃণমূল নেতৃত্বকে উপেক্ষা করে প্রস্তুতি সভা ডাকা হয়েছে৷
আরও পড়ুন: KMC Election 2021: রবিবাসরীয় ভোটপ্রচারে ‘বঞ্চনা’ই বাম অস্ত্র, শাসকের ঢাল ‘উন্নয়ন’
এ ব্যাপারে জয়ন্তবাবু বলেন, যুব-র উদ্যোগে ‘খেলা হবে’ অনুষ্ঠিত হবে৷ কিন্তু চাঁচল ১ ব্লকের কর্মীরা যাঁরা যুব-র দায়িত্বে রয়েছেন তাঁরা এই সভায় আসার জন্য ডাক পাননি৷ তবুও সংগঠনকে ভালোবেসে সভার কথা জানতে পেরে সবাই ছুটে এসেছেন৷ সংগঠনের মধ্যে ছাত্র, যুব, মহিলা সব স্তরের মানুষের সমান গুরুত্ব আছে৷ কিন্তু যুব ব্যানারে কর্মসূচি নেওয়া হলেও চাঁচল ১ নং ব্লক যুব তৃণমূল নেতৃত্বকে অন্ধকারে রেখে সভা করা হচ্ছে বলে তাঁর অভিযোগ৷ জয়ন্ত দাসের অনুগামীদের সব ক্ষোভ গিয়ে পড়ে মালদহের তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির উপর৷ যদিও কর্মীদের বিক্ষোভ নিয়ে আব্দুর রহিম বক্সি জানিয়েছেন, ক্ষোভের কথা শুনেছি৷ সংগঠনে যে ক্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলি সারানোর চেষ্টা করব৷