১৩। সংখ্যাটি অনেকের কাছে’আনলাকি’আবার কেউ বলে:১৩? ১+৩=৪, আরে সে তো’লাকি’নম্বর। জোড় সংখ্যা বলে কথা। সে যাই হোক, রাহুল দ্রাবিড় জাতীয় আকাদেমির দায়িত্ব ছাড়ার পর এবার লক্ষ্মণের পালা। ১৩ ডিসেম্বর, সোমবার তিনি সেই দায়িত্বও নিতে চলেছেন। শনিবার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় এই সিধ্যান্ত অনুমোদিত হয়ে গেছে। পাশাপাশি এটাও ঠিক হয়ে গেছে, যুব বিশ্বকাপের দলের সঙ্গে ভিভিএস যাবেন।
জাতীয় ক্রিকেট আকাদেমির পেস বোলিং কোচ হয়ে যোগ দিচ্ছেন, প্রাক্তন অস্ট্রেলীয় এবং ইংল্যান্ডের বোলার ট্রয় কুলে ।
আরও পড়ুন:মুম্বই টেস্টের পরই দল নির্বাচন, সৌরভ,জয় শাহকে আমন্ত্রন জানালো ক্রিকেট সাউথ আফ্রিকা্
ইতিমধ্যে লক্ষ্মণ ভারতীয় বোর্ডের সঙ্গে চুক্তি সই করে নিয়েছেন। চলতি ভারত-নিউজিল্যান্ড সিরিজে তিনি ধারাভাষ্য দিচ্ছেন। এই চুক্তি আগে সই করা হয়েছিল। যার মেয়াদ শেষ হচ্ছে, দ্বিতীয় টেস্টের পরই। সেই কারনে,বেঙ্গালুরু এনসিএ (NCA) তে যোগ দেবেন তিনি ১৩ তারিখ।
Dada is a boon for Indian cricket… He convinced both laxman and Dravid
— The Moonwalker ?? (@ShubhamMishra02) December 5, 2021
৪৭ বয়সের লক্ষ্মণ আর কোনও আইপিএল দলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। বাংলা দলের সঙ্গে যুক্ত ছিলেন, ব্যাটিং কনসালট্যান্ট রূপে। সেটিও ছেড়ে দিয়েছেন তিনি।
Life is meant to be lived forward. Learn from the past but don't live there. Today is a new day to create a better tomorrow?
— VVS Laxman (@VVSLaxman281) December 2, 2021
আপাতত অনূর্ধ্ব -১৯ ক্রিকেটারদের প্রস্তুতি দেখা শোনো সারবেন। দলের সঙ্গেও যাবেন । এই দলের দেখাশুনা করেন দুই কোচ-হৃষীকেশ কানিতকার এবং সিতাংশু কোটাক। যে কোনও একজন যাবেন লক্ষ্মণের সঙ্গে।
ছবি: সৌ-বিসিসিআই