গতকালই মুক্তি পাওয়ার কথা ছিল এস এস রাজামৌলির ছবি ‘ট্রিপল আর’-এর ট্রেলার।কিন্তু অনিবার্য কারণে তা পিছিয়ে গিয়েছে।শুক্রবার ছবির ট্রেলারের দেখা না মেলায় খানিকটা হতাশই হয়েছিলেন সকলে।অবশেষে শনিবার সন্ধ্যায় সোশ্যাল সাইটে সুখবর দিলেন ‘ট্রিপল আর’-এর তারকারা।তাঁরা জানালেন সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহের বৃহস্পতিবারই আসছে ছবির ট্রেলার।‘বাহুবলী ২’ এর পাঁচ বছর পর বড়পর্দায় এস এস রাজামৌলির ছবি দেখা সুযোগ মিলবে কাজেই ছবি নিয়ে দারুণ উৎসাহ রয়েছে পরিচালকের ভক্তদের মধ্যে।ছবির কাস্টিংও রীতিমতো মাল্টিস্টারার।দুই দক্ষিণী সুপারস্টার রামচরণ ও জুনিয়র এনটিআর ছাড়াও ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগণ ও আলিয়া ভাট।‘ট্রিপল আর’-এর ট্রেলার যে তোলপাড় ফেলে দেবে বিনোদুনিয়ায়, এমন আভাস আগেই মিলেছে।এবার শুধু ট্রেলার মুক্তির অপেক্ষা।নতুন বছরে ৭জানুয়ারি বড়পর্দায় হিন্দি এবং একাধিক দক্ষিণী ভাষায় মুক্তি পাবে ‘ট্রিপল আর’।
Get ready to witness the magnificence of India’s biggest action drama.#RRRTrailer out on December 9th.@ssrajamouli @tarak9999 #RRRMovie #RRRTrailerOnDec9th pic.twitter.com/inoK0gn7v7
— Ram Charan (@AlwaysRamCharan) December 4, 2021