কলকাতা: পুরনির্বাচনের (KMC Election 2021) নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকছে না৷ রাজ্য ও কলকাতা পুলিস দিয়েই কলকাতা পুরনির্বাচন হবে৷শনিবার রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর৷ ভোটের নিরাপত্তা সংক্রান্ত নির্বাচন কমিশনে (Election Commission) জমা পড়া রিপোর্টে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনও প্ল্যান নেই বলেই জানানো হয়েছে৷
সূত্রের দাবি, ‘প্রতি বুথে ১ জন সাব ইনস্পেক্টর, ১ জন এএসআই, ২ জন সশস্ত্র পুলিস ও ২ জন লাঠিধারী কনস্টেবল নিরাপত্তায় থাকবে৷ পব মিলিয়ে প্রায় ৩৭ হাজার পুলিস নিরাপত্তার কাজে জড়িত থাকবেন৷ তাঁদের মধ্যে রাজ্য পুলিসের ৭,০০০ সদস্য ও কলকাতা পুলিসে প্রায় ৩০ হাজার সদস্য থাকবেন৷’
কেন্দ্রীয় বাহিনী দিয়ে কলকাতায় পুরভোট হবে কি না, তা রাজ্য নির্বাচন কমিশনের কাছে আগেই জানতে চেয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তিনি সরাসরি জানতে চান, কলকাতায় নির্বিঘ্নে পুরভোট করাতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কী ভাবছে কমিশন। সেদিন কমিশন প্রধান সৌরভ দাস কোনও মতামত জানাননি। তাই, রাজ্যপাল ৪ ডিসেম্বরের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে জবাব চেয়েছিলেন।
অন্য দিকে, রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের নালিশ করে কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল বিজেপি৷ তার পরপরই রাজ্যপাল সৌরভ দাসকে তলব করে পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর কথাই জিগ্যেস করেন জগদীপ ধনখড়।
আরও পড়ুন – শুভেন্দু অধিকারী- অভিষেক বন্দ্যোপাধ্যায়, হাইভোল্টেজ মামলা
এ ছাড়াও রাজ্য নির্বাচন কমিশন হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে, সৌরভ দাস সেই যুক্তিই তুলে ধরেন। তথ্য দিয়ে জানান, কলকাতার ১০০ শতাংশ মানুষের কোভিড টিকার প্রথম ডোজ নেওয়া হয়ে গিয়েছে। ৯০ শতাংশ মামুষের দ্বিতীয় ডোজও সম্পূর্ণ। অতিমারির আবহে সংক্রমণের ঝুঁকির কথা ভেবে তাই আগে কলকাতায় পুরভোট করানো নিরাপদ বলে মনে হয়েছে। সৌরভ দাসের বক্তব্য শুনে বিষয়টি নিয়ে আর কথা বাড়াননি রাজ্যপাল।