লখনউ: আসন্ন নির্বাচনের আগে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। শুক্রবার ব্যবসায়ী সম্মেলনে তিনি বলেন, ‘ উত্তরপ্রদেশে ২০১৭ সালে বিজেপি সরকার আসার আগে ‘লুঙ্গি ছাপ গুণ্ডারা’ রাজ্যে স্বাধীনভাবে ঘুরে বেড়াত৷ ‘জেহাদি টুপি’ পরে মানুষকে ভয় দেখাত৷ ব্যবসায়ীদের জমি দখল থেকে শুরু করে তাঁদের হুমকি দিত৷ এখন তা আর হয় না৷’ কেশব প্রসাদ মৌর্যর এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমেও জোর বিতর্ক শুরু হয়েছে৷
২০২২ সালের শুরুতেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনী লড়াইয়ে জয়ী হতে বিভিন্ন রাজনৈতিক দল রণকৌশল ঠিক করছে। বিজেপি, সমাজবাদী পার্টি, কংগ্রেস সকলেই মরিয়া হয়ে উঠছে। এমন পরিস্থিতি উপ মুখ্যমন্ত্রীর ‘লুঙ্গি ছাপ গুণ্ডারা’ মন্তব্য ব্যাহক বিতর্ক ছড়িয়েছে৷
শুধু ‘লুঙ্গি ছাপ গুণ্ডারা’ মন্তব্য নয়, মথুরা মন্দির নিয়ে মৌর্যের করা টুইট নিয়েও জল ঘোলা হয়েছে৷ অখিল ভারতীয় হিন্দু মহাসভার অভিযোগ বিধানসভা নির্বাচনে ভোট পাওয়ার জন্য উদ্বিগ্ন বিজেপি। ২৮ নভেম্বর থেকে ১৪৪ ধারা জারি করায় ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তিতে শ্রীকৃষ্ণের মূর্তি বসানো অনিশ্চিৎ৷
আরও পড়ুন-সিআইডির সমনের পর জামিন চেয়ে আদালতে শীতলকুচির ৬ আধাসেনা
তবে, এই নতুন নয়৷ এর আগে বহুবার নানান মন্ত্যবের কারণে বিতর্কে জড়ান উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী৷ বাংলায় একুশের বিধানসভা নির্বাচনের আগে মন্ত্রী জানিয়েছিলেন, ভোটে জিতলে রাজ্যবাসীকে রামরাজ্য উপহার দেওয়া হবে৷ তিনি বলেছিলেন, ‘২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে আমরা দুশোর বেশি আসন পাব। মানুষের জন্য সু-সময় নিয়ে আসব। পশ্চিমবঙ্গে আমরা রামরাজ্য প্রতিষ্ঠা করব। মানুষের কর্মসংস্থান হবে।”