আগামী ১৬ডিসেম্বর শীতের আমেজে নস্টালজিয়ায় মাতবেন সিনেপ্রেমীরা।কারণ,দীর্ঘ দুই বছর পর সেদিনই বড়পর্দায় মুক্তি পাচ্ছে স্পাইডার ম্যান সিরিজের নতুন ছবি ‘স্পাইডারম্যান- নো ওয়ে হোম’।একাধিক দক্ষিণী ভাষার পাশাপাশি দেশে হিন্দিতেও ছবি মুক্তি পাবে।সদ্যই মুক্তি পেল ‘স্পাইডার ম্যান নো ওয়ে হোম’-এর হিন্দি ট্রেলার। জন ওয়াটস্ পরিচালিত এই ছবিতে স্পাইডার ম্যানের ভূমিকায় দেখা যাবে থমাস স্ট্যানলি হল্যান্ডকে।এছাড়াও ছবিতে অভিনয় করেছেন, জেন্ডায়া,উইলিয়াম ডাফ্,জ্যামি ফক্স ছাড়াও আরও অনেককে।ছবিতে স্পাইডারম্যান একা নন,কামাল করবেন মার্ভলসের অন্যতম সুপারহিরো ‘ডক্টর স্ট্রেঞ্জ’ ওরফে ব্যান্ডিক্ট কাম্বারব্যাচও।ছবি ঘিরে স্পাইডারম্যান ভক্তদের আগ্রহ রয়েছে তুঙ্গে।কারণ,টুডির পাশাপাশি থ্রিডিতে মুক্তি পাবে ‘স্পাইডারম্যান- নো ওয়ে হোম’।