কলকাতা: পুরভোটের প্রচারে নয়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন৷ করোনার কারণে ভোটের প্রচারে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে কমিশন৷ বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলিকে স্পষ্ট জানিয়েছে, এক দিনে একটি রাজনৈতিক একটি থানা এলাকায় তিনটির বেশি প্রচার মূলক কর্মসূচি করতে পারবে না৷ এটিই পুরনির্বচানের ক্ষেত্রে প্রথম নির্দেশ৷ দুটি সভা-সমাবেশের মধ্যে ন্যূনতম ৩০০ মিটার দূরত্ব রাখতে হবে। কমপক্ষে তিন আগে স্থানীয় থানার থেকে অনুমতি নিতে হবে।
কমিশন আরও জানিয়েছে, প্রচারের কাজে মাইক আদালতের নির্দেশ মেনে ব্যবহার করতে হবে৷ মিটিং-মিছিলের অনুমতি, আগে যে রাজনৈতিক দল আবেদন করবে, খতিয়ে দেখে তাদের আগে অনুমতি দেওয়া হবে৷ কমিশনকে আবেদন করার পাশাপাশি নির্দিষ্ট থানার ওসিকে দুটি চিঠি করতে হবে৷ তবেই, অনুমতি মিলবে মিটিং-মিছিলের৷
কমিশন সূত্রে খবর, কলকাতা পুরভোটের প্রচার কীভাবে আইন-শৃঙ্খলা বজায় রাখা যাবে, বিশেষ করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে কতটা সুষ্ঠ ভাবে সম্ভব তা পুলিস-প্রশাসনের থেকে পরামর্শ চায় কমিশন৷ এরপরই, কয়েকদিনের মধ্যে পুলিস-প্রশসনের থেকে পরামর্শর সূচি কমিশনে জমা পড়ে৷ সেই পরামর্শে সিলোমোহর দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন৷
এ দিকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কলকাতায় পুরভোট (KMC Election) হবে কি না, রাজ্য নির্বাচন কমিশনের কাছে তা জানতে চাইলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। ভোট প্রস্তুতির খবর নিতে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে বৃহস্পতিবার সকালে তলব করেছিলেন রাজ্যপাল। ধনখড় সরাসরি জানতে চান, কলকাতায় নির্বিঘ্নে পুরভোট করাতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কী ভাবছে কমিশন। সৌরভ দাস এদিনই কোনও মতামত জানাননি। রাজ্যপাল ৪ ডিসেম্বরের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে জবাব চেয়েছেন।