প্রিয়াঙ্কা সরকার অভিনীত নতুন ছবি অনুসন্ধান মুক্তি পাবে ৩ ডিসেম্বর। ছবি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, কমলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গে এই নিয়ে তিন নং ছবি করছেন, এই ছবি করার প্রধান কারণ এই ছবির চরিত্র। কোর্ট ড্রামা, তবে চিত্রনাট্যর গুনে অভিনয়ের অনেক সুযোগ রয়েছে, অন্যদিকে লন্ডনে শ্যুটিং হবে এটাই দারুণ বিষয় ছিল তাঁর কাছে। বহুদিন লকডাউনের পর এই ছবির কাজ শুরু হয়েছিল তাই দারুণ এক্সাইটেড ছিলেন।
লন্ডন তাঁর খুব প্রিয় শহর । “সেই ছোট্ট বেলার থেকে স্বপ্নের মতো মনে হতো। হ্যারি পটার দেশ। যদিও কোভিডের জন্য খুব বেশি ঘুরতে পারিনি, তবে যতোটুকু দেখেছি, তাতে আগ্রহ বেড়ে গেছে, আবার বেরাতে যাওয়ার ইচ্ছে রইল, এই প্রথম লন্ডন সফর আমার। “
কিছুদিন আগেই তেলেঙ্গানা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর শিরোপা পেয়েছেন ‘নির্ভয়া’ জন্য।টলিউডে সিনেমার পাশাপাশি বেশ কিছু ওয়েব সিরিজের কাজে ব্যস্ত তিনি, এই মুহুর্তে তিনি ‘মহাভারত মার্ডারস ‘ ওয়েব সিরিজের শ্যুটিংয়ের কাজ নিয়ে ব্যস্ত। কিছুদিন পরেই নতুন বছরে স্বাগত জানাবে সকলে , তিনি বলেন, “নতুন বছরে যেনো মাস্ক ছাড়াই সকলে বর্ষবরণ করে পারি, আর একটু যেনো বেশি সাহসী হতে পারি, এই যে মুখ বুজে সব মেনে নেওয়া, এটা এখন আর মেনে নিইনা, আগামী বছর আরও কঠোর ভাবে যেন প্রতিবাদ করতে পারি।”
সব শেষে তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, সবকিছুই স্বাভাবিক হচ্ছে, তাই দর্শকদের কাছে তাঁর আবেদন প্রেক্ষাগৃহে এসে যেন সবাই সিনেমা দেখে।