তেলেগু ছবির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন ‘স্টাইলিশ ষ্টার’ হিসেবে পরিচিত তারকা। অভিনয়ের পাশাপাশি পর্দায় নাচের জন্যও তার বিশেষ খ্যাতি রয়েছে। আল্লুর সঙ্গে প্রথমবার জুটি বেঁধে দক্ষিণী সিনেমার আর এক জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ছবি করতে চলেছেন। ছবির নাম ‘পুষ্পা’। নাচেও তাঁর দক্ষতা কম কিছু নয়। কিন্তু আলুর পারদর্শিতার সঙ্গে সামঞ্জস্য রাখতে রাশমিকা নিজেকে আরও অস্তুত করেছেন। ছবিতে একটি গানে দুজনে নাচে পারফর্ম করবেন। গানটিতে পারফর্ম করার জন্য নাচের বিশেষ ক্লাসে ভর্তি হয়েছিলেন রাশমিকা। নিয়মিত ক্লাস করেছেন সেখানে। আল্লু অর্জুনের সাথে যাতে ঠিকমত তাল মিলিয়ে পারফর্ম করতে পারেন এজন্য প্রত্যেক দিন তিনি প্রায় ১৮ ঘন্টা নাচের অনুশীলন করেছেন। পর্দায় বিভিন্ন ছবিতে অভিনয়ের পাশাপাশি আল্লুর নাচ দেখে রাশমিকা অভিভূত হয়েছেন। রাশমিকাও যে নাচে যথেষ্ট পারদর্শী তা তাঁর ভক্তরাও জানেন। কিন্তু পর্দায় যেহেতু আল্লু অর্জুনের মতন শিল্পীর সঙ্গে নাচতে হবে তাই বিশেষভাবে আলাদা প্রশিক্ষণ নিয়েছেন রাশমিকা।সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যাবে। কিছুদিন আগে এর টিজার প্রকাশিত হয়েছে। এতে দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের সঙ্গে অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে প্রতিটি মুহূর্ত দর্শকের মনে নাড়া দিয়েছে।কিছুদিন আগে এর টিজার প্রকাশিত হয়েছে। এতে দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের সঙ্গে অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে প্রতিটি মুহূর্ত দর্শকের মনে নাড়া দিয়েছে। এর কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ।
অভিনেত্রী রাশমিকা মান্দানা