মহামারীর কালে বিনোদনের পাল্টে যাওয়া সংজ্ঞায় ওটিটি প্ল্যাটফর্মের গুরুত্ব বেড়েছে।বিনোদন এখন অনেকটাই ওটিটি নির্ভর। আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে পাল্লা দিতে তৈরি দেশি মঞ্চও। বেশ কিছু দিন আগেই ওটিটি প্ল্যাটফর্মের কথা ঘোষণা করেছিল আদিত্য চোপড়ার ‘যশরাজ ফিল্মস্’। এবার সামনে এল যশরাজ-এর প্রথম ওটিটি প্রোজেক্টের নাম।
যশরাজ এন্টারটেনমেন্টের প্রথম ওটিটি প্রোজেক্টের নাম ‘দ্য রেলওয়ে মেন’। সামনে এসেছে ছবির পোস্টার। পরিচালনার দায়িত্বে আছেন নবাগত পরিচালক শিব রাওয়ালি। সত্য অবলম্বনেই তৈরি হবে যশরাজের প্রথম ওটিটি প্রোজেক্ট। ১৯৮৪ সালে ঘটে যাওয়া ভোপাল গ্যাস দুর্ঘটনার ওপর ভিত্তি করে এগোবে ‘দ্য রেলওয়ে মেন’-এর কাহিনি। ছবিতে উঠে আসবে ভোপাল গ্যাস দুর্ঘটনার নেপথ্যের নায়কদের গল্প। রিয়েল হিরোদের অকথিত গল্পকে নিয়েই ওটিটি ডেবিউ করবে যশরাজ এন্টারটেনমেন্ট।
যশরাজের ওটিটি ডেবিউ প্রোজেক্ট-এর কাস্টিং কিন্তু দারুণ ঈর্ষণীয়। কাজ করছেন আর মাধবন, কে কে মেনন, দিব্যেন্দু শর্মা এবং ইরফান খান-পুত্র বাবিল খান। মঙ্গলবার থেকেই শুরু হয়ে গেছে শ্যুটিং। ২০২২-এর ২ ডিসেম্বর থেকে শুরু হবে স্ট্রিমিং।
শোনা যাচ্ছে পর পর পাঁচটি ওটিটি কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করবে যশরাজ এন্টারটেনমেন্ট। প্রতিটি কনটেন্টই হবে এক সে বার কর এক।তার মধ্যে এই মুহূর্তে মাত্র একটি প্রোজেক্টের ঘোষণা করল যশরাজ । বাকি চারটি প্রোজক্টের জন্য অপেক্ষা করতে হবে আর কিছু দিন।