অবসর পাওয়ার ফুরসত নেই তাঁর। প্রায় সর্বক্ষণই কাজ নিয়ে ব্যস্ত থাকেন বলিউডের এই সুপারস্টার। ‘আন্তিম:দ্যা ফাইনাল ট্রুথ’ ছবিটি কয়েকদিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বক্সঅফিসে যথেষ্ট সাফল্য পাচ্ছে ছবিটি। এই ছবিতে রয়েছেন বলিউড সুপারস্টার সলমন খান। মহেশ মঞ্জরেকরের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন সলমনের ভগ্নিপতি আয়ুষ শর্মা। ২০১৮ সালে মুক্তি পাওয়া মারাঠি ভাষার ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’ সিনেমা অবলম্বনে নির্মিত হয়েছে এটি। এই ছবির প্রচারে নেমে কয়েক দিন আগে তিনি সবরমতী আশ্রমেও গিয়েছিলেন। সালমান অভিনীত শিখ পুলিশ অফিসার ‘রাজবীর সিং’ চরিত্রটি তাঁর ভক্তরা যথেষ্ট পছন্দ করেছেন। ছবিতে গ্যাংস্টার ‘রাহুলিয়া’র চরিত্রে দেখা গেছে ভগ্নিপতি আয়ুষকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যস্ত সুপারস্টারের ঘরোয়া জীবনযাপন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, সলমন খুবই সাধারণ জীবন যাপন করতে পছন্দ করেন।
বিলাসিতা থেকে তিনি নিজেকে একটু দূরে সরিয়ে রাখেন। বিলাসবহুল কোন কিছুতেই তিনি খুব একটা আগ্রহ দেখান না। আয়ুষ আরো বলেন, তিনি কোনো দামি ফোন বা গাড়ি কিংবা ভালো পোশাকের ব্যাপারে কখনো আগ্রহ দেখান না। যদি কখনও সময় পান তাহলে বাড়িতে বসে সিনেমা দেখতে পছন্দ করেন। এমনকি বাড়িতে টিভি কিংবা ইন্টারনেট রয়েছে কিনা সে ব্যাপারেও কোন মাথাব্যাথা থাকে না তাঁর। এমনকি তার জিম দেখলেও বুঝতে পারবে মানুষ যে সেখানে অতিসাধারণ জিনিসপত্র দিয়ে জিমটি সাজানো। তাঁকে নতুন গাড়ি কেনার জন্য পরিবারের লোকেরা জোরাজুরি করলেও তিনি রাজি হন না। আহামরি খাবার তিনি একেবারেই পছন্দ করেন না। বাড়ির রান্না করা খাবারই তাঁর অত্যন্ত প্রিয়। কোনরকম শৌখিন জীবনযাপন করতে তিনি ভালোবাসেন না। মাঝে মাঝে আমরা দেখি তিনি মেঝেতেই শুয়ে পড়েন। অতি সাধারন মানের জীবনযাত্রা পালন করতে তিনি খুব পছন্দ করেন।