আয়ুষ্মান খুরানা অভিনীত ‘ড্রিম গার্ল’ খ্যাত পরিচালক রাজ শাণ্ডিল্যর নতুন ছবি ‘জনহিত মে জারি’-র শ্যুটিং বন্ধ নিয়ে বলিপাড়ায় জল্পনা তুঙ্গে।গতমাসেই জানা গিয়েছিল বন্ধ হয়ে গিয়েছে নুসরত ভারুচা অভিনীত এই কমেডি ছবির শ্যুটিং।কিন্তু কেন বন্ধ হল ‘জনহিত মে জারি’-র শ্যুটিং?শোনা গিয়েছিল,বেশ কিছু ক্রু মেম্বার নাকি করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন।সেই কারণেই নাকি বন্ধ হয়েছে ছবির শ্যুটিং। যদিও বলিপাড়ায় জোর গুঞ্জন,করোনা সংক্রমণ নাকি কোনও ইস্যুই নয়,আদপে আর্থিক সমস্যায় পড়েছেন ‘জনহিত মে জারি’-র প্রযোজক।টাকা পয়সার অভাবেই নাকি বন্ধ হয়ে গিয়েছে শ্যুটিং।
তবে সব জল্পনার অবসান ঘটালেন পরিচালক রাজ শাণ্ডিল্য।সদ্যই তিনি জানিয়েছেন,ক্রু মেম্বারদের করোনায় আক্রান্ত হওয়াটা মোটেও কোন কারণ নয়। দীপাবলির সময় বেশ কিছু ক্রু মেম্বার ছুটি চেয়েছিলেন। পাশাপাশি নায়িকা নুসরত ভারুচার ‘রাম সেতু’-র শ্যুটিংয়ের ডেট ছিল।সেই কারণেই বন্ধ ছিল ‘জনহিত মে জারি’-র শ্যুটিং।
আর্থিক সমস্যার গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন পরিচালক।এইরকম কোন সমস্যা আছে বলে তার অন্তত তার জানা নেই।চলতি মাসেই ছবির শ্যুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে তাঁর।নতুন বছরের মার্চে মুক্তির অপেক্ষায় নুসরত ভারুচার ‘জনহিত মে জারি’।